ইসরায়েলের বিমান হামলায় জিম্মি ইসরায়েলি সেনা নিহত: হামাস

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ইসরায়েলের বিমান হামলায় জিম্মি ইসরায়েলি সেনা নিহত: হামাস

ইসরায়েলের বিমানবাহিনীর চালানো হামলায় নোয়া মারসিয়ানো নামের এক ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ছিলেন। গত ৭ অক্টোবর এই ইসরায়েলি সেনাকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাস

সোমবার (১৩ নভেম্বর) রাতে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের টেলিগ্রাম চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নোয়া মারসিয়ানো কথা বলছেন। তিনি তার পরিচয় দিচ্ছেন এবং বলছেন চারদিন আগে তাকে গাজায় ধরে নিয়ে আসা হয়েছে। ভিডিওটির শেষে তার মরদেহ দেখানো হয়। মরদেহটির মাথায় গভীর ক্ষতও দেখা যাচ্ছিল। নোয়ার কথা বলার এ ভিডিওটি গত ১১ অক্টোবর ধারণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে হামলা চালানোয় জিম্মি মুক্তির আলোচনা বাতিলের ঘোষণা হামাসের
হামাসের কাছে জিম্মি কিছু ইসরায়েলির ছবি

হামাস দাবি করেছে, ইসরায়েলিদের চালানো বিমান হামলায় আহত হয়ে নোয়া গত ৯ নভেম্বর প্রাণ হারিয়েছেন।

কর্পোরাল পদমর্যাদার এই সেনার মৃত্যুর বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, নোয়া ৪১৪ নং ইন্টিলিজেন্স কালেকশন কর্পসের নাহাল ওজ ঘাঁটিতে ছিলেন। ওই ঘাঁটিতে হামলা হামলা চালিয়ে তাকে ধরে নিয়ে যায় হামাস।

- বিজ্ঞাপন -

আইডিএফের প্রধান মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, নোয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারা এবং তার পরিবারের সদস্যদের এ ব্যাপারে অবহিত করা হয়েছে।’

ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন, হামাস মনস্তত্ত্বিক হামলা এবং অমানসিক ব্যবহার করে যাচ্ছে।

ইসরায়েলের বিমান হামলায় জিম্মি ইসরায়েলি সেনা নিহত: হামাস
হামাসের হাতে জিম্মিদের ছবিযুক্ত পোস্টারের মাঝে দাঁড়িয়ে দুজন আলিঙ্গন করছেন। ছবি এএফপি

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ ইসরায়েলিকে ধরে নিয়ে আসে হামাস। তাদের মধ্যে মাত্র ৪ জনকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠী।

ইসরায়েলের বিমান হামলায় জিম্মি ইসরায়েলি সেনা নিহত: হামাস
হামাসের জিম্মিদশা থেকে মুক্ত হওয়া ২ নারী। ছবি রয়টার্স

হামাস দাবি করেছে, তাদের হাতে যেসব জিম্মি ছিলো এরমধ্যে ৬০ জন বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। তবে এবারই প্রথমবার কোনো জিম্মির মরদেহের ভিডিও প্রকাশ করল তারা।

সূত্র: বিবিসি, সিএনএন, টাইমস অব ইসরায়েল

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!