ভূমধ্যসাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনা নিহত
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগরের পূর্বাংশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।
নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে হেলিকপ্টারটিতে জ্বালানি ভরার সময় সেটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে তারা।
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে নিজেদের তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে প্রভাশালী দেশটি সেখানে দু’টি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান মোতায়েন করেছে।
কিন্তু হেলিকপ্টারটি কোথা থেকে আকাশে উড়েছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়নি, জানিয়েছে বিবিসি।
প্রেসিডেন্ট জো বাইডেন নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেনারা ‘প্রতিদিন তাদের দেশের জন্য প্রাণ উৎসর্গ করছে’ বলে মন্তব্য করেছেন তিনি।
বলেছেন, “আজকেসহ প্রতিদিন আমাদের যে সব সেনারা মারা যাচ্ছে তাদের সবার পরিবারের জন্য প্রার্থনা করি আমরা।”
ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন হয়ে আছে তা ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তাদের রণতরী বহর মোতায়েনের মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে।
নির্দিষ্টভাবে লেবাননের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহকে এই যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রাখতে চায় যুক্তরাষ্ট্র। প্রত্যক্ষ সমর্থন দিয়ে হিজবুল্লাহকে শক্তিশালী করে তুলেছে আঞ্চলিক শক্তি ইরান, তারা ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাসকেও তহবিল ও অস্ত্রশস্ত্রের যোগান দেয়।