হাসপাতালে হামলা চালানোয় জিম্মি মুক্তির আলোচনা বাতিলের ঘোষণা হামাসের

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

হাসপাতালে হামলা চালানোয় জিম্মি মুক্তির আলোচনা বাতিলের ঘোষণা হামাসের

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে হামলা চালানোয়— ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তি আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে হামাস।

ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাতে রোববার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হামলার হাতে জিম্মিদের ছবিযুক্ত পোস্টারের মাঝে দাঁড়িয়ে দুজন আলিঙ্গন করছেন। ছবি এএফপি
ইসরায়েল নিশ্চিত করেছে যে হামাস ২২৯ জনকে জিম্মি করে রেখেছে। ছবি সংগৃহীত

গত দুইদিন ধরে আল-শিফা হাসপাতালের ভেতর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলের দাবি এ হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার আছে। যদিও হামাস সবসময় এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে। এছাড়া ইসরায়েলও এ দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি।

এর আগে রোববার সকালে ইসরায়েলের তিনটি টিভি চ্যানেল জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মধ্য থেকে ৫০ থেকে ১০০ জনকে ছেড়ে দিতে পারে এবং এ ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছিল বলেও জানিয়েছিল গণমাধ্যমগুলো।

- বিজ্ঞাপন -

ইসরায়েলি এসব টিভির প্রতিবেদনে আরও জানানো হয়েছিল, হামাস জিম্মিদের মুক্তি দিলে— ইসরায়েল অবৈধভাবে তাদের কারাগারে বন্দি থাকা কিছু ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজার প্রধান হাসপাতাল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আল-শিফা হাসপাতাল। ছবি সংগৃহীত

এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানিও প্রবেশ করতে দেবে তারা। তবে এ চুক্তির পরও ইসরায়েল প্রয়োজন হলে গাজায় হামলা অব্যাহত রাখতে পারবে।

গাজার আল-শিফা হাসপাতালে ২ নবজাতকের মৃত্যু, ঝুঁকিতে আরো বহু প্রাণ
গত ৮ নভেম্বর ইসরায়েলের হামলায় আহত একটি শিশুটিকে গাজার আল-শিফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি রয়টার্স

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় ১ হাজারেরও বেশি ইসরায়েলিকে হত্যা করা ছাড়াও ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। এরমধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনকে মুক্তি দিয়েছে এ সশস্ত্র গোষ্ঠী।

সূত্র: রয়টার্স

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!