সাদা পতাকা উড়িয়ে গাজা ছাড়ছেন সাধারণ মানুষ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

সাদা পতাকা উড়িয়ে গাজা ছাড়ছেন সাধারণ মানুষ

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা সিটি থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণ দিকে যাওয়ার একমাত্র সড়ক সালাহ এল-দিন দিয়ে নতুন করে শতশত মানুষকে পায়ে হেঁটে যেতে দেখা যায়। এ সময় অনেকের হাতে সাদা পতাকাও ছিল। গত দুইদিনের মতো আজও ওই সড়কে চার ঘণ্টা সব ধরনের হামলা বন্ধ রাখে দখলদার ইসরায়েলি বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাদা পতাকা উড়ানোর বিষয়টি আত্মসম্পর্ণ করার একটি ইঙ্গিত।

সাদা পতাকা উড়িয়ে গাজা ছাড়ছেন সাধারণ মানুষ
একটি শিশু সাদা পতাকা উড়িয়ে গাজা ছাড়ছেন। ছবি সংগৃহীত

বিবিসি আরও জানিয়েছে, মানুষের সারি এত দীর্ঘ যে, এই সারি শেষ হচ্ছে না। দলে দলে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। বেশিরভাগ মানুষ হাঁটলেও কেউ কেউ যাচ্ছেন গাধাচালিত ছোট গাড়িতে করে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। ওই যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত এত বেসামরিক মানুষকে একসঙ্গে নিজেদের ঘর-বাড়ি ছাড়তে দেখা যায়নি।

- বিজ্ঞাপন -

১৯৪৮ সালে যখন ফিলিস্তিনিকে দ্বিখণ্ডিত করে ইসরায়েলের জন্ম হয়— তখনও ঠিক এইভাবে দলে দলে ফিলিস্তিনিরা তাদের বাড়ি-ঘর ছেড়েছিলেন। ৭৫ বছর পর গাজায় যেন আবার সেই একই চিত্র দেখা যাচ্ছে।

সাদা পতাকা উড়িয়ে গাজা ছাড়ছেন সাধারণ মানুষ
স্বজনদের হারিয়ে মাথায় হাত দিয়ে কাঁদছেন এক ফিলিস্তিনি। ছবি রয়টার্স

ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা সিটি থেকে যারা দক্ষিণ দিকে যাচ্ছেন; সেখানে তারা অস্থায়ীভাবে থাকবেন।

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়াল
ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত গাজার একটি এলাকা। ছবি ইপিএ

যুদ্ধ শেষ হলে আবার এসব মানুষ নিজ ঘর-বাড়িতে ফিরে আসবেন। তবে এসব মানুষের বাড়ি-ঘর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, যুদ্ধ শেষ হলেও তারা কিসের আশায় আবার সেখানে ফিরবেন সেটি অজানা।

সূত্র: বিবিসি

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!