গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৩৯ ফরাসি নিহত, নিখোঁজ ৯
গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ৩৯ ফরাসি নাগরিক নিহত হয়েছেন। তাছাড়া সংঘাতের কবলে পড়ে নয়জন ফরাসি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বোমা হামলায় বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। তারপরও ইসরায়েলের প্রতি সমর্থনের প্রস্তাব জানিয়েছে দেশটি।
এদিকে আগামী ৯ নভেম্বর গাজাবাসীর জন্য আন্তর্জাতিক মানবিক সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে ফ্রান্স।
প্রতিবেদন থেকে জানা গেছে, গাজা উপকূলে দুটি হেলিকপ্টার ক্যারিয়ার পাঠাচ্ছে ফ্রান্স। যাতে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করার উপায় খুঁজে বের করতে পারে। এটি ইসরায়েলি ও মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।
৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত আজ ২৯তম দিনে গড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ হাজার ৪৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩ হাজার ৮২৬ জন শিশু।
এদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।