ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা
ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোতে বৃহস্পতিবার রাতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গতকাল শুক্রবার এ কথা জানিয়ে বলেছেন, রুশ বাহিনী অন্তত ৪০টি ড্রোন হামলা চালিয়েছে। তবে অর্ধেকের বেশি ড্রোন ইউক্রেন ভূপাতিত করেছে বলে দাবি তাদের।
ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালাতে ইরানের নির্মিত ড্রোন ব্যবহার করছে রাশিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, রাজধানী কিয়েভ, খারকিভ, জাপোরিঝিয়া, লভিভসহ অন্তত ১০টি অঞ্চলে ড্রোন হামলা করেছে রাশিয়া।
ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, তারা ২৪টি ড্রোনসহ রুশ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। রুশ বাহিনী এক দিনে ইউক্রেনের শতাধিক শহর ও গ্রামে হামলা করার দুই দিন পর রাশিয়ার এ ড্রোন হামলার খবর এল।
গত বৃহস্পতিবার রাতের ড্রোন হামলায় হতাহতের কোনো খবর না মিললেও বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো একে ব্যাপকমাত্রার হামলা বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ অ্যানড্রিয়া ইয়ারমাক সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ক্রমে আকাশপথে হামলার মাত্রা তীব্র করছে।
এই শীতে ইউক্রেনকে কাবু করতে দেশটির জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলো আবার রাশিয়ার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব স্থাপনায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে দেবে বলে উদ্বেগ ছড়িয়েছে।
এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাশিয়ার সন্ত্রাসীরা আমাদের আরো ক্ষতি করার চেষ্টা করবে। আমরা শত্রুদের আরো শক্তিশালীভাবে এর জবাব দেব।’ লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি জানান, পাঁচটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন আঘাত হেনেছে।
সূত্র : এএফপি