ফ্রান্সে স্কুলে ছুরি হামলায় শিক্ষক নিহত, আহত আরও ২
ফ্রান্সে একটি স্কুলে ছুরি হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানা বলেছেন, হামলাটি হয় উত্তরাঞ্চলীয় আহাস নগরীর গমবেটা হাই স্কুলে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী গ্রেপ্তার হয়েছে।
পুলিশ জানায়, হামলাকারী হামলা চালানোর সময় আল্লাহ হু আকবর ধ্বনিতে চীৎকার করেছিল। তার বয়স ২০ এর কোঠায়।
ফ্রান্সের বিএফএমটিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, হামলাকারীর ভাইও পুলিশের হাতে ধরা পড়েছে। চ্যানেলটি জানায়, হামলায় নিহত শিক্ষক ভাষা শেখাতেন। খেলার আরেক শিক্ষক হামলায় আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী। হামলার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শুক্রবারই স্কুলটি পরিদর্শনে যাবেন।
ফ্রান্সের সন্ত্রাস বিরোধী কৌঁসুলিদের কার্যালয় বলেছে, তারা হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। সন্ত্রাসী তৎপরতার সঙ্গে এ হামলার যোগ আছে এবং খুনের চেষ্টা চালানো হয়েছে বলে জানান তারা।
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলার মাঝে ফ্রান্সে মুসলিম এবং ইহুদি সম্প্রদায়ের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ছুরি হামলা হল। তবে পুলিশ বলছে, মধ্যপ্রাচ্যের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।