লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা
হামাস-ইসরায়েল সংঘাতের চতুর্থ দিন মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে লেবানন থেকে রকেট হামলা হয়েছে।
এর ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে টানা তৃতীয় দিনও সংঘর্ষের খবর পাওয়া গেলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া রকেট হামলা একটি ফিলিস্তিনি গোষ্ঠী চালিয়েছে। দ্বিতীয় সূত্র জানায়, রকেট উৎক্ষেপণস্থলে ইসরায়েল পাল্টা গোলাবর্ষণ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে রকেটের জবাবে কামানের গোলাবর্ষণ করা হয়েছে। প্রায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। চারটি ভূপাতিত করা হয়েছে এবং ১০টি উন্মুক্ত স্থানে পড়েছে।
রবিবার থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সোমবার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন হিজবুল্লাহ সদস্য, একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা, দুই ফিলিস্তিনি যোদ্ধা। ফিলিস্তিনি যোদ্ধারা লেবানন থেকে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছিল।
জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষী মিশন জানিয়েছে, স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি রকেট উৎক্ষেপণ তারা শনাক্ত করেছে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার বিরোধপূর্ণ শেবা ফার্মস এলাকায় ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করেছে গোষ্ঠীটি। তবে এখন পর্যন্ত শিয়া গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে দ্বিতীয় রণক্ষেত্র চালু করেনি।