আফগানিস্তানে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৩২০
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত এক হাজার মানুষ।
শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির হেরাত প্রদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে অনেক বাড়িঘর ধসে পড়েছে। কিছু এলাকায় ভূমিধসেরও খবর পাওয়া গেছে।
জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান ভূমিকম্পে ৩২০ জন নিহত হওয়ার খবর জানালেও হেরাতের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোসা আশারি বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রায় ১২০ জন নিহত হয়েছেন।
আহত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার মানুষ। এদিকে তালেবান সরকারের পক্ষ থেকেও এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এলাকার সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্প অনুভূত হতেই উপদ্রুত এলাকার আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর, অফিস ও দোকানপাট ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
ভূমিকম্পের পর রিখটার স্কেলে ৫.৫, ৪.৭, ৬.৩, ৫.৯ এবং ৪.৬ তীব্রতার পাঁচটি পরাঘাত অনুভূত হয়েছে।
হেরাতের ৪৫ বছর বয়সী বশির আহমেদ বলেন, ‘আমরা অফিসে ছিলাম। হঠাৎ করেই আমাদের ভবন কাঁপতে শুরু করে। কয়েকটি দেয়ালের পলেস্তারা খসে পড়ে, দেয়ালে ফাটলও দেখা যায়। আমরা বেরিয়ে আসি।
চোখের সামনে কয়েকটি ভবন ধসে পড়তেও দেখেছি।’ আফগানিস্তানের বিপর্যয় মোকাবেলা দলের মুখপাত্র মোল্লা জান সৈয়দ বলেন, প্রাথমিকভাবে উদ্ধারের কাজ শুরু হয়েছে। শহরাঞ্চলে মৃতের সংখ্যা বাড়তে পারে। গ্রামেও ক্ষয়ক্ষতি হয়েছে।