ইউক্রেনে অস্ত্র সরবরাহে ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের গোলাবারুদের মজুত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ইউক্রেনে অস্ত্র সরবরাহে ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের গোলাবারুদের মজুত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের গোলাবারুদের মজুত। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াই জারি রাখতে ন্যাটোভূক্ত দেশগুলোকে অস্ত্রের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে এ কথা বলেছেন ন্যাটো ও ব্রিটিশ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনখবর জানিয়েছে।

ওয়ারশ সিকিউরিটি ফোরামে ন্যাটোর সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাউয়ার বলেন, ‘পাত্রের তলার অংশটা এখন দেখা যাচ্ছে।’ তিনি পশ্চিমা দেশগুলোর সরকার ও সমরাস্ত্র উৎপাদনকারীদের আরও দ্রুত গতিতে অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনে অস্ত্র সরবরাহে ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের গোলাবারুদের মজুত
ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ফাইল ছবি।

বাউয়ার বলেছেন, ইউক্রেন প্রতি দিন কয়েক হাজার গোলাবর্ষণ করছে। এগুলোর বেশিরভাগ সরবরাহ করছে ন্যাটো।

ন্যাটোর সামরিক কমিটির চেয়ার হিসেবে দায়িত্বরত এই অ্যাডমিরাল বলেছেন, কয়েক দশক ধরে বিনিয়োগ কম থাকার কারণে ইউক্রেনকে নিজেদের অপূর্ণাঙ্গ মজুত থেকেই অস্ত্র সরবরাহ করছে ন্যাটো দেশগুলো।

- বিজ্ঞাপন -

তিনি আরও বলেছেন, আমাদের অনেক বেশি গোলাবারুদ প্রয়োজন। ত্রিশ বছর ধরে আমরা একসঙ্গে আমাদের মুক্ত অর্থনীতিতে এক সঙ্গে অনেক দারুণ কাজ করেছি। কিন্তু যখন একটি যুদ্ধ চলছে তখন আমাদের সশস্ত্রবাহিনীর জন্য যথেষ্ট কাজ করতে পারিনি।

ইউক্রেনে অস্ত্র সরবরাহে ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের গোলাবারুদের মজুত
রুশ অবস্থানের ওপর গ্রাড রকেট নিক্ষেপের জন্য তৈরি হচ্ছে ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী। ছবি সংগৃহীত

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জ্যামস হিপ্পি ফোরামে বলেছেন, পশ্চিমাদের গোলাবারুদের মজুত কমে আসছে। ন্যাটো দেশগুলোকে প্রতিশ্রুতি অনুসারে জাতীয় সম্পদের ২ শতাংশ ব্যয় করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আমাদের মজুত ফুরিয়ে যাচ্ছে বলে আমরা থেমে যেতে পারি না। ইউক্রেনকে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ আমাদের দিতে হবে। আমরা সহযোগিতা বন্ধ করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে পুতিন (রুশ প্রেসিডেন্ট) যুদ্ধ থামিয়ে দেবেন না। এর অর্থ হলো আমাদের সহযোগিতা দিতে হবে এবং নিজেদের মজুত গড়ে তুলতে দিনরাত কাজ করতে হবে।

ইউক্রেনে অস্ত্র সরবরাহে ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের গোলাবারুদের মজুত
রাশিয়ান অবস্থানের দিকে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মাটিতে শুয়ে আছে এক ইউক্রেনীয় সৈন্য। ছবি রয়টার্স

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মার্তাদের উৎপাদন বাড়ানোর জন্য অতিরিক্ত কাজ করতে হবে। তা না হলে যুদ্ধে ইউক্রেন সমস্যায় পড়তে পারে।

আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো টমাস ওয়ারিক গত সপ্তাহে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনে যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে। কিন্তু সেগুলো যত তাড়াতাড়ি প্রয়োজন তত দ্রুত তারা পাচ্ছে না।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!