আরও ইউক্রেনীয় অঞ্চল সংযুক্তির হুমকি দিলেন মেদভেদেভ
রাশিয়ার সাবেক নেতা দিমিত্রি মেদভেদেভ শনিবার বলেছেন, মস্কো ইউক্রেনের আরো অঞ্চল সংযুক্ত করতে পারে। ক্রেমলিন চারটি ইউক্রেনীয় অঞ্চলকে তার নিজস্ব বলে দাবি করার এক বছর পূর্ণ হওয়ায় তিনি এ মন্তব্য করেন।
মস্কো এই মাসে সংযুক্ত করা চারটি অঞ্চলে নির্বাচন করেছে। কিন্তু তারা সেগুলোর কোনোটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না। বর্তমানে অঞ্চলগুলো পুনরুদ্ধারে ইউক্রেনের পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, ‘কিভের নাৎসি শাসনের সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। বিজয় আমাদেরই হবে। রাশিয়ার মধ্যে আরো নতুন অঞ্চল হবে।
রাশিয়া ‘নতুন অঞ্চল’ শব্দটি ইউক্রেনীয় চারটি অঞ্চল—দনেৎস্ক, লুগানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে বোঝাতে ব্যবহার করে, যেগুলো মস্কো গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত করার দাবি করেছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে সংযুক্তির বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।
‘পিতৃভূমির’ সঙ্গে পুনরায় মিলিত হতে এ সংযুক্তিকে ওই অঞ্চলের জনগণের একটি ঐতিহাসিক পছন্দ বলে অভিহিত করেন তিনি।
মেদভেদেভকে একসময় উদারপন্থী সংস্কারক বলে মনে করা হতো।
তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমর্থনে মস্কোর সবচেয়ে আক্রমণাত্মক কণ্ঠে পরিণত হয়েছেন। প্রায়ই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজক পোস্টে পশ্চিমাদের নিন্দা করেন।
সূত্র : এএফপি