ভারতের মণিপুরে ফের উত্তেজনা, কারফিউ ঘোষণা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, কারফিউ ঘোষণা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি দুই শিক্ষার্থীর অপহরণ ও নিহতের জেরে ফের সংঘর্ষ শুরু হওয়ায় রাজধানী ইম্ফলসহ কয়েকটি জেলায় কারফিউ ঘোষণা করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার মণিপুর রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এল. কাইলুন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘রাজধানী ইম্ফলসহ কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে।’

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, কারফিউ ঘোষণা
জাতিগত সহিংসতা শুরু হয় ৩ মে,। ছবি পিটিআই

এছাড়া সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে গত ৫ দিন ধরে রাজ্যে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

জনজাতি অধ্যুষিত রাজ্য মণিপুরে গত মে মাস থেকে সংঘাত শুরু হয়েছে মেইতি, কুকি ও চিন জাতিগোষ্ঠীর মতো। মেইতিরা হিন্দু ধর্মাবলম্বী, অন্যদিকে কুকি-চিন জাতিগোষ্ঠীর লোকজন খ্রিস্টান।

- বিজ্ঞাপন -

গত বৃহস্পতিবার রাজধানী ইম্ফলে দুই কলেজ শিক্ষার্থী অপহৃত হন, পরে শনিবার তাদের লাশ উদ্ধারের পর বিক্ষোভ শুরু করেন রাজ্যের মেইতি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। নিহত দুই শিক্ষার্থী মেইতি জনগোষ্ঠীর ছিলেন।

অল্প সময়ের মধ্যেই এই বিক্ষোভ দাঙ্গায় রূপ নেয় এবং রাজধানীসহ গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শুরুর দিনই রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সরকার।

তবে তাতে দাঙ্গা থামানো যায়নি। বুধবার তা রীতিমতো আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যায় এবং রাজ্যজুড়ে দুই জনগোষ্ঠীর ৮০ জনেরও বেশি আহত হন।

তারপর বৃহস্পতিবার এই কারফিউ ঘোষণা করা হলো।

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, কারফিউ ঘোষণা
মণিপুর জুড়ে এখনও চলছে সেনাবাহিনীর টহল। ফাইল ছবি

রাজধানী ইম্ফলসহ রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুই জনগোষ্ঠীর শিক্ষার্থীরা সংঘাতে

- বিজ্ঞাপন -

গত ৫ দিনের দাঙ্গায় রাজ্যে ক্ষমতাসীন বিজেটির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং দু’টি পুলিশ স্টেশনে পেট্রোলবোমা হামলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত গত ৩ মে ইম্ফল হাইকোর্ট মণিপুরের সংখ্যাগুরু মেইতিদের সাংবিধানিকভাবে তফসিলি জাতি মর্যাদা দিতে কেন্দ্রীয় সরকার বরাবর সুপারিশ করেছিলেন। মণিপুরের মোট জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষ মেইতি জনগোষ্ঠীর

ভারতের মণিপুরে নতুন করে সহিংসতায় বাবা-ছেলেসহ নিহত ৩
সংঘর্ষ-বিধ্বস্ত রাজ্যের ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ফাইল ছবি রয়টার্স

হাইকোর্টের এই সুপারিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন রাজ্যের অপর জনগোষ্ঠী কুকি। মণিপুরে মোট জনসংখ্যার ৪৩ শতাংশ এই জাতিগোষ্ঠীর।

- বিজ্ঞাপন -

অল্পসময়ের মধ্যেই বিক্ষোভ জাতিগত দাঙ্গায় রূপ নেয়। গত চার মাসের দাঙ্গায় সেই রাজ্যে দুই জনগোষ্ঠীর অন্তত ১৮০ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র : রয়টার্স

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!