ইউক্রেনের কোস্ত্যন্তিনিভকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ বেসামরিক
ইউক্রেনীয় শহর কোস্ত্যন্তিনিভকায় একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন বেসামরিক নিহত হয়েছেন। শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্কতে অবস্থিত। বুধবার (৬ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেছেন, যারা মারা গেছেন তারা নিষ্পাপ। রুশ শয়তানদের যত দ্রুত সম্ভব পরাজিত করতে হবে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।
তাৎক্ষণিকভাবে ইউক্রেনীয় এই দাবির বিষয়ে রুশ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যুদ্ধের শুরু থেকে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, পূর্বাঞ্চলীয় শহরটির একটি বাজার, দোকান এবং ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, নিহত ১৭ জনের মধ্যে এক শিশু রয়েছে এবং অপর ২০ জন আহত হয়েছেন। সব সেবা সচল রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অঘোষিত সফরে কিয়েভ পৌঁছেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে সামান্য অগ্রগতি লাভের তিন মাসের মাথায় মিত্র দেশটিতে সফরে তিনি।
ইউক্রেনে থাকা রুশ বাহিনীকে বিতাড়িত করতে পাল্টা আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির সেনারা। সিএনএন জানিয়েছে, সার্বিক বিষয়ে খোঁজ নিতে পোল্যান্ড থেকে ট্রেনে চেপে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি কিয়েভে পৌঁছান।