ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার হামলা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার হামলা

ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৭ আগস্ট) রাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়।

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যদিও তাদের কাছে আটটি ক্ষেপণাস্ত্রের সংকেত আসে। সেনাবাহিনী জানিয়েছে, বাকি চারটির সংকেত হয়ত ভুল ছিল।

ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার হামলা
ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির পাশ দিয়ে হেটে যাচ্ছেন এক নারী । ছবি রয়টার্স

কিয়েভ অঞ্চলের গভর্নর, রুসলান ক্রাভচেঙ্কো, বলেছেন এই হামলায় দুজন আহত হয়েছেন। এছাড়া ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া এ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি।

গভর্নর রুসলান এ ব্যাপারে বিবৃতিতে বলেছেন, ‘আকাশ প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্বের প্রতি ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো অথবা আবাসিক ভবনে কোনো হামলা হয়নি।’

- বিজ্ঞাপন -

রোববার মধ্যরাতে ইউক্রেনে হামলার এ সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাইরেনটি তিন ঘণ্টা স্থায়ী ছিল। এরপর সকাল ৬টার দিকে তা তুলে দেওয়া হয়।

ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার হামলা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাযর পর একজন বাসিন্দা তার বাড়ির ধ্বংসাবশেষে জিনিসপত্রের সন্ধান করছেন । ছবি রয়টার্স

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। এরপর থেকে নিয়মিত দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা। রুশ সেনারা প্রায়ই যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরের স্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার হামলা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ি । ছবি রয়টার্স

এরমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তারা ব্রায়াঙ্কসক এবং কুর্সক অঞ্চলে ইউক্রেনের চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে। এ দুটি অঞ্চলই রাশিয়া-ইউক্রেন সীমান্তে অবস্থিত।

সূত্র: রয়টার্স

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!