ব্রিকসের নতুন সদস্য হচ্ছে সৌদি আরব, ইরানসহ ৬ দেশ
বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের ব্লক ব্রিকস এর নেতারা আরও ছয়টি দেশকে উন্নয়নশীল দেশগুলোর এ জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
আমন্ত্রণ পাওয়া দেশগুলো হল, সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিশর, আর্জেন্টিনা ও সংযুক্ত আরব আমিরাত।
ব্রিকস এর তিনদিনব্যাপী পঞ্চদশ শীর্ষ সম্মেলন মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে। এ সম্মেলনে অন্যতম আলোচ্য বিষয় হিসাবে স্থান পেয়েছে জোটে যোগ দেওয়ার জন্য কয়েকটি দেশের জানানো আবেদন বিবেচনার বিষয়টি।
বর্তমানে ব্রিকসের সদস্য রাষ্ট্র হল বিশ্বের নেতৃস্থানীয় উন্নয়নশীল পাঁচ দেশ, চীন, ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ওই ছয় দেশ ছাড়াও আরও কয়েক ডজন দেশ এই জোটে যোগ দিতে আগ্রহী। ভূ-রাজনৈতিক মেরুকরণে বিভক্ত বিশ্বে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে উন্নয়নশীল দেশুগুলোকে নিয়ে একটি পাল্টা ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায় বেইজিং ও মস্কো। তারা জোটের সম্প্রসারণ করতে চায়।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসা বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছেন, ওই ছয় দেশ আগামী বছরের ১ জানুয়ারী থেকে ব্রিকসের নতুন সদস্য হিসেবে যুক্ত হবে।
রয়টার্স জানিয়েছে, ব্রিকসের বর্তমান সদস্যরা প্রকাশ্যে জোটের সম্প্রসারণের পক্ষে সমর্থন জানালেও কতোগুলো দেশকে কতোদিনের মধ্যে এর অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য আছে।
দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা জানিয়েছেন, ৪০টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আর তাদের মধ্যে ২২টিকে যুক্ত করা হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিশ্বের ৪০ শতাংশ জনসংখ্যা ও বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের এক চতুর্থাংশের অধিকারী হলেও এ জোট আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির খেলোয়াড় হিসেবে একটি সুসংগত দৃষ্টিভঙ্গী উপস্থাপনে ব্যর্থ হয়েছে।