দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঘূর্ণিঝড় ‘হিলারি’র তাণ্ডব
মেক্সিকোয় তাণ্ডব চালিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হিলারি’। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজ্যের অনেক জায়গা। এই শুষ্ক জায়গায় অতি বর্ষণে মারাত্মক বন্যা সৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিফতর। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।
দক্ষিণ ক্যালিফোনির্য়ার স্থানীয় সময় রবিবার বিকেলে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় হিলারি। ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যায়।
রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খরা অঞ্চল জুড়ে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এখানে বেশিরভাগ সময় প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া থাকে। বৃষ্টির সঙ্গে ৯৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়াটা অনেকটা বিরল ঘটনা।
ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘দ. ক্যালিফোর্নিয়ায় জরুরি বাহিনী ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা প্রস্তুত রয়েছে। ঝড়টি গুরুত্ব সহকারে নিতে আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ মেনে চলুন।’
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে পাম স্প্রিংসে ১০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যেখানে শহরটিতে সারা বছরে প্রায় ৪ দশমিক ৬ ইঞ্চি বৃষ্টি হয়।
ইতোমধ্যে অনেক জায়গা প্লাবিত। ঝড়ো বৃষ্টির কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার অনেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।
রবিবার হিলারি ঘূর্ণিঝড়র প্রতিবেশী মেক্সিকোর উত্তরাঞ্চলে আঘাত হানে। প্রায় ২ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
সূত্র: রয়টার্স