সুদানে সংঘাতে ফলে ২ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ
সুদানের সংঘাত ২ কোটির বেশি মানুষকে তীব্র তীব্র ক্ষুধার মধ্যে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। সংস্থাটি বলেছে, এই দুই কোটির মধ্যে ৬৩ লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছে।
সুদানে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর এডি রো বলেন, ‘সুদানের জনসংখ্যার প্রায় ৪২ শতাংশকে ক্ষুধার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।
তাদের মধ্যে ৬৩ লাখ সুদানিকে আইপিসি (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) ৩ বা ৪ শ্রেণীর ক্ষুধার্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তারা দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে আছেন।
তিনি বলেন, ‘এপ্রিলের মাঝামাঝি থেকে সংঘাত ছড়িয়ে পড়তে থাকে। এতে পরিস্তিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। খাদ্য সহায়তা পৌঁছানো এখন আরও চ্যালেঞ্জিং এবং জরুরি হয়ে উঠেছে।’
স্থানীয় চিকিৎকদের মতে, এপ্রিলের মাঝামাঝি থেকে সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে সুদান। এই সংঘাতে ৩ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ডেপুটি প্রতিনিধি অ্যাডাম ইয়াও সুদানের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।
ইয়াও বলেন, ‘সুদানজুড়ে ২ কোটি ৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। পরিস্থিতি সুদানকে গ্রহের সবচেয়ে খাদ্য নিরাপত্তাহীন দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড