ভারতের মণিপুরের সংকটের জন্য মোদিকে দায়ী করলেন রাহুল গান্ধী
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহিংসতা কবলিত মণিপুর রাজ্যে ‘ভারত মাতাকে’ হত্যা করেছেন। পার্লামেন্টে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে বুধবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রাহুল গান্ধী বলেন, তারা মণিপুরে ভারতকে হত্যা করছে। তাদের রাজনীতি মণিপুরে ভারতকে হত্যা করেছে।
অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শেষে বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভোটে হারের আশঙ্কা নেই। দলটির নেতৃত্বাধীন জোটের পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা রয়েছে।
বিজেপি এমপিদের চিৎকারের মধ্যে রাহুল গান্ধী বলেছেন, মোদির জন্য মণিপুর গুরুত্বপূর্ণ নয়। আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাননি। কারণ তার কাছে মণিপুর ভারতের অংশ নয়।
কংগ্রেস নেতা আরও বলেছেন, তারা মণিপুরে ভারতকে হত্যা করেছে। তাদের রাজনীতি মণিপুরে শুধু নিহত হয়নি, ভারতকে মণিপুরে হত্যা করেছে।
মানহানির হামলায় সাজা বাতিলের পর সংসদ সদস্য ফিরে পাওয়ার পর বুধবার প্রথম পার্লামেন্টে আলোচনায় অংশ নেন রাহুল গান্ধী। তার মন্তব্যের প্রতিবাদ করেছেন বিজেপি নেতা।
উল্লেখ্য, মণিপুরে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা প্রশ্নে ভারতের উত্তর-পূর্ব রাজ্যটির মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে তিন মাসের বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। এতে কয়েক শ’ মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।