দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে নিহত ১ , আহত ১২
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছের একটি শহরে এক ব্যক্তি প্রথমে পথচারীদের উপর গাড়ি তুলে দেয় এবং পরে গাড়ি থেকে নেমে একটি শপিংমলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে অন্তত ১২জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সিওংনাম শহরে একটি সাবওয়ে স্টেশেনের কাছে ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
বিবিসি-র খবরে বলা হয়, এক ব্যক্তি প্রথমে চারজনকে গাড়ি চাপা দেয়। এরপর তিনি গাড়ি থেকে নেমে একটি ব্যস্ত শপিং সেন্টারে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে অন্তত নয়জনকে আহত করেন। কুড়ির কোটায় বয়সের ওই হামলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তার হামলার উদ্দেশ এখনও জানা যায়নি।
আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমে হামলার এই ঘটনাকে ‘তাণ্ডব’ বলে বর্ণনা করা হয়েছে। হামলার সময় তিনি সম্পূর্ণ কালো রঙের পোশাক পরে ছিলেন।
মাত্র দুই সপ্তাহ আগে সিউলে আরেকটি ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন। সিউলে এ ধরনের হামলার ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না।