কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার গল্প (ফটো স্টোরি)
দীর্ঘ দেড় যুগের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। তাদের আকস্মিক এই ঘোষণায় বিশ্বজুড়ে অনেকে বিস্মিত হয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে জাস্টিন ও সোফির বিচ্ছেদের এই ঘোষণা বিশ্ব গণমাধ্যমে শিরোনাম তৈরি করেছে। কানাডীয় এই দম্পতির বিচ্ছেদের খবরে বিশ্বজুড়ে অনেকে সহানুভূতি প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে ট্রুডো লিখেছেন, ‘অর্থবহ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের এই সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদেরে পরও তারা ঘনিষ্ঠ পরিবারের মতো থাকবেন, যার ভিত্তি হবে ভালোবাসা ও সম্মান।’
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ও সোফির দাম্পত্যজীবন বিশ্বের অনেক মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত ছিল। যে কারণে তাদের বিচ্ছেদের অপ্রত্যাশিত ঘোষণায় অবাক হয়েছেন অনেকে। তাদের দাম্পত্যজীবনের কিছু মুহূর্ত ছবিতে তুলে ধরেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
২০০৫ সালে কানাডার মন্ট্রিয়লে বিয়ে করেন জাস্টিন ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার। তবে ২০০২ সালে সোফিকে প্রথমবারের মতো দেখেছিলেন ট্রুডো। এরপর ২০০৩ সালে তারা দেখা করা শুরু করেন। সোফি তখন ছিলেন একজন টিভি প্রেজেন্টার। এছাড়া তখন মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যারিটিও করতেন তিনি।
২০১৫ সালে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই দম্পতি ভোগ ম্যাগাজিনে একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে ট্রুডো বলেছিলেন, সোফি গ্রেগরির সঙ্গে তিনি যখন প্রথম দেখা করেছিলেন, তখন বলেছিলেন, ‘আমার বয়স ৩১ বছর এবং আমি ৩১ বছর যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি।’