অবৈধ ইসরায়েলি বসতিতে গুলির অভিযোগে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা
একটি অবৈধ ইসরায়েলি বসতিতে গুলি চালানোর অভিযোগে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছেন দায়িত্বে না থাকা (অফ ডিউটি) এক পুলিশ কর্মকর্তা। এ সময় আহত হয় ৬ জন। অধিকৃত পশ্চিম তীরের মালে আদুমিমে ইসরায়েলি বসতির একটি শপিংমলের বাইরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কিশোরের নাম মোহান্নাদ আল-মাজরা। ২০ বছরের মাজরার বাড়ি পশ্চিম তীরের নিকটবর্তী শহর আজারিয়ায়।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে ইসরায়েলি বাহিনী গুলিবিদ্ধ করার আগে এলোপাতাড়ি গুলি চালিয়েছিলেন তিনি। এ সময় বেশ কয়েকজন আহত হয়।
এই ঘটনা পরপর ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সেখানে ছুটে যান। এর আগে মঙ্গলবার বেন-গভির আরও কয়েক জন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশের নেতৃত্ব দিয়েছিলেন।
আল জাজিরার সাংবাদিক লুরা খান বলছেন, ইসরায়েলি বসতিগুলোর কারণে ইসরায়েল-ফিলিস্তিনি উত্তেজনা এবং সহিংসতার চরমে পৌঁছেছে।
তিনি বলেন, ‘এই বসতিগুলোকে শুধু বেআইনি বলেই গণ্য করা হয় না বরং ফিলিস্তিনিরা এগুলোকে উপনিবেশের একটি রূপ বলে মনে করে।’
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ও গাজায় এ বছর দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এসব মৃত্যুর বেশিরভাগই পশ্চিম তীরে। অন্যদিকে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা