যদি মেনে নিতে পারো, তারা, ইচ্ছেগুলো এবং অন্যান্য কবিতা

চন্দ্রশেখর ভট্টাচার্য্য
চন্দ্রশেখর ভট্টাচার্য্য
2 মিনিটে পড়ুন

যদি মেনে নিতে পারো

যদি মেনে নিতে পারো
তবে এসো, এসো এই সুগভীর খাদের কিনারে,
যেখানে ঝরনার সাথে মিশে থাকে হুইস্কি-বিয়ার
কিছুটা আঁচলা করে নিতে পারো যখন তখন।

আর যদি, ঝরনা-নদীর সঙ্গমে উছলিত ফ্যানার
প্রলেপ লেগে যায় মুখে ও গলায়
আমার রুমাল দিয়ে মুছে নিও পিচ্ছিল শরীর গরল।

যদি মেনে নিতে পারো
তবে বলো, কোন সুদূরের সীমানায় দাঁড়াতে হবে,
যেখানে দিগন্তে লাল সূর্যের আলো
গোধূলির ধুলো ঢাকা ছড়ানো আকাশ ছুঁতে হবে?

আর, যদি দেখ সেথা আকাশ-জমিন

- বিজ্ঞাপন -

শঙ্খ লাগার মত রয়েছে জড়িয়ে
তোমার ওড়না খুলে ঢাকা দিয়ে দিও।

বলো, মেনে নিতে পারবে কি?

তারা

একটুও মনে হয়নি মিথ্যেকথা
একটুও মনে হয়নি বাড়াবাড়ি,
শুধু,
গলার কাছে আটকে গেলো শব্দগুলো
রাতের আকাশ, দিনের আলো
আলোর নিচে হারিয়ে যাওয়া
তারার ছড়াছড়ি….

ইচ্ছেগুলো

নীল খামে জমা থাক আমাদের অনুভূতিগুলো

যেখানে অবুঝ প্রেম
ফেলে আসা দীর্ঘ সময়ে
কৈশোরে উথাল-পাতাল ঢেউ
জমা থাক গুমোট হাওয়ায়।

- বিজ্ঞাপন -

যেখানে সূর্য ওঠা মানা
যেখানে আলোর নাম বহ্নিশিখা
যেখানে সকাল হবে বলে
আগে থেকে প্রদীপ নেভানো।

সেখানে পাথর চাপা থাক
পুরন না হওয়া স্বপ্নেরা
অনন্ত না পাওয়ার সাথে
সেখানে গুমরে থাক অন্ধ গুহায়

সাবধানে জমা থাক আমাদের ইচ্ছেগুলো।

- বিজ্ঞাপন -

তোর জন্য

তোর জন্য সকালটা থাকে
আলোয় ভরা
তোর জন্য জীবন চলুক
ছন্দ মেনে,
তোর জন্য চাঁদ উঠুক
ফুল ফুটুক
বসন্ত আসুক
যখনই তোর ইচ্ছে হবে
মনে।

পবিত্রতা

জয়িতা একটু দাঁড়াও আমার সামনে
তোমার বুকে রাখি মুখ
গলায় দেব চুম্বন
ঘামের গন্ধে খুঁজবো
পবিত্রতা।

জয়িতা একটু দাঁড়াও আমার সামনে
দুহাত দিয়ে আঁকড়ে ধরি তোমায়
লজ্জা পেও না
আজ লজ্জা নিয়ে দেবো পবিত্রতা।

জয়িতা একটু দাঁড়াও আমার সামনে
তাকিয়ে দেখো অন্ধকারের দিকে
দুজন প্রেমিক বিভোর হয়ে প্রেমে
ওরাও আজ খুঁজছে পবিত্রতা।

জয়িতা একটু দাঁড়াও আমার সামনে
আমার মুখে মুখ লাগিয়ে বল
আমরা ভালোবাসি-
সত্যিকারের আসুক পবিত্রতা।

ভাগ্য

মৃত্যু আর জীবনের মাঝে কোনো ফারাক ছিল না
যতটুকু ফারাক তা ছিল মুমূর্ষ বেঁচে থাকা-
ফরিঙের কিছুই ছিল না।

বোতল আর গেলাসের মাঝে কোনো ফারাক ছিল না
যতটুকু ফারাক তা ছিল চুমুক দেওয়ার-
ফরিঙের কিছুই ছিল না।

ওড়া ও পোড়ার মাঝে কোন সময় ছিল না
যতটুকু ছিল তা শুধু আগুন মাখার-
ফরিঙের ভাগ্যে ছিল।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
চন্দ্রশেখর ভট্টাচার্য । যোগাযোগ: ৯৯০৩৬৩৩০৬৯ জন্ম: ১৬ই সেপ্টেম্বর, ১৯৮০ সাল। দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়ে ওঠা। বর্তমানে কলকাতা নিউটাউনের বাসিন্দা । রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর। চাকরী : টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজ। নিজেকে মূর্খ বলতেই ভালোবাসেন। ভালোবাসেন অবসরে গীটার বাজাতে। কিশোর বয়সে কবিতা লেখার শুরু । প্রথম প্রকাশিত কবিতা "অভিমানী" সৃষ্টিসন্ধান নামক পত্রিকাতে। তারপর "সোনাঝুরি", "মেঘদুত", "সংবাদ প্রবাহ", "অ" , "সৃষ্টি", "বাংলালাইভ", মৈত্রেয়ী প্রভৃতি পত্রিকাতে প্রকাশিত হয়েছে বেশকিছু কবিতা । যা ইতিমধ্যে পাঠকদের মন জয় করেছে। প্রকৃতি ও মানুষের প্রতি ভালোবাসা থেকে জন্ম নিয়েছে প্রথম প্রেমের কাব্যগ্রন্থ "তোমাকে এবং তোমাকে" ।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!