গ্রিসে দাবানল নেভাতে কাজ করা বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। গ্রিসের রাষ্টীয় টেলিভিশন চ্যানেল ইআরটি-র খবরে বলা হয়, রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরের উপর ওই দুর্ঘটনা ঘটে। একটি দাবানল ওই শহরে ছড়িয়ে পড়েছে।
গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “দুই পাইলট দায়িত্ব পালনের সময়… নাগরিকদের জান-মাল রক্ষা এবং দেশের পরিবেশ বাঁচানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।” তাদের স্মরণে গ্রিসের সশস্ত্র বাহিনীতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ চলছে। শুষ্ক এ আবহাওয়ায় ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিসের রোডস পর্যটন দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে। চলে যাচ্ছে পর্যটকরাও।
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারও পর্যটক দাবানাল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছে। গ্রিসের সবচেয়ে বড় ক্রেট দ্বীপে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি আছে বলে অধিবাসীদের সতর্ক করা হয়েছে।
গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামনে আছে কঠিন দিন, যতক্ষণ না রোডস দ্বীপে তাপমাত্রা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে।
মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন না ঘটলে ‘এমন পরিস্থিতির উদ্ভব হওয়া কার্যত অসম্ভব ছিল’, বলছেন বিজ্ঞানীরা।
সূত্র: রয়টার্স