মেক্সিকোয় ‘সন্ত্রাসী’ হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ৬

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

মেক্সিকোয় ‘সন্ত্রাসী’ হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ৬

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন অপরাধী দলের সদস্যরা বিস্ফোরক ব্যবহার করে চালানো হামলায় চার নিরাপত্তা কর্মকর্তা ও দুই বেসামরিককে হত্যা করেছে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে হ্যালিস্কো রাজ্যের স্থানীয় সরকার।

রাজ্যটির গভর্নর এনরিকে আলফারো টুইটারে জানিয়েছেন, বিস্ফোরণে যারা হতাহত হয়েছেন তারা হ্যালিস্কো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে কাজ করতেন।

মেক্সিকোয় ‘সন্ত্রাসী’ হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ৬
ছবি: রয়টার্স

এ ঘটনাকে ‘নজিরবিহীন কাজ’ ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলো ‘কী করতে সক্ষম তার নমুনা’ বলে বর্ণনা করেছেন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাতে মৃতের সংখ্যা তিনজন থাকলেও পরে তা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

- বিজ্ঞাপন -

হ্যালিস্কোর রাজধানী গুয়াদালাকারার দক্ষিণে ছোট শহর তেলাকোমুলকোতে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে এবং তাতে আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তিনি।

তিনি জানান, অপরাধীরা ‘ফাঁদ’ পেতে এ হামলার ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে মানুষের দেহাবশেষ পুঁতে রাখা হয়েছে, তারা টেলিফোনে এমন খবর দিলেও নিজের পরিচয় গোপন রাখে।

আলফারো বলেন, “এই কল এই কারণে করা হয়েছে যেন পুলিশ সেখানে গেলে তাদের ওপর বিস্ফোরক দিয়ে হামলা করা যায়।”

মেক্সিকোয় ‘সন্ত্রাসী’ হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ৬
ছবি: রয়টার্স

এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বর্ণনা করে তিনি বলেন, “সংগঠিত অপরাধীরা ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।”

হ্যালিস্কো সরকারের এক মুখপাত্র জানান, নিহতদের মধ্যে তিনজন অ্যাটর্নি জেনারেলের দপ্তরে কর্মরত ছিলেন, আরেকজন স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং অপর দুইজন বেসামরিক।

- বিজ্ঞাপন -

হ্যালিস্কো ও নিকটবর্তী এলাকাগুলো অপরাধী দলগুলোর সহিংসতা নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এ লড়াই তেমন ফলপ্রসূ না হওয়ায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের প্রশাসন হতাশ হয়ে পড়ছে বলে রয়টার্স জানিয়েছে।

মেক্সিকোয় ‘সন্ত্রাসী’ হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ৬
ছবি: রয়টার্স

গত মাসের শেষ দিকে হ্যালিস্কোর প্রতিবেশী গুয়ানাকোয়াতো রাজ্যেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। একটি গাড়িতে কয়েকটি মৃতদেহ পড়ে আছে, এমন খবর দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে নেওয়া হয়। তারা ফোনের খবর অনুযায়ী বিষয়টি তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়েন।

নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। এতে মেক্সিকোর জাতীয় রক্ষীবাহিনীর এক সদস্য নিহত ও আরও তিনজন আহত হন।

- বিজ্ঞাপন -

চলতি সপ্তাহে ওই বিস্ফোরণকে ‘গাড়ি বোমা’ বলে বর্ণনা করেছেন মেক্সিকোর উপনিরাপত্তামন্ত্রী লুইস রদ্রিগেজ বুসিও।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!