আইভরি কোস্টে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭
আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় নিহতদের সবাই শ্রমিক বলে ঘটনাস্থলে থাকা দমকল কর্মীরা জানিয়েছেন।
নির্মাতা জার্দিন ইয়োরো জানিয়েছেন, স্থানীয় সময় দুপুরের দিকে শ্রমিকরা ভাঙনের শব্দ পান আর তারপরই ভবনটি তাদের ওপর ধসে পড়তে শুরু করে।
“তাড়াহুড়া করে আমরা দৌঁড় শুরু করি। মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে ভবনটি ধসে পড়ে,’ বলেন ইয়োরো।
নগরীর অভিজাত রিভিয়েরা পালমেরে এলাকায় ঘটনাটি ঘটেছে। শনিবার জরুরি বিভাগের কর্মীরা ধসে পড়া কংক্রিটের স্তূপ ও আবর্জনার মধ্যে তল্লাশি চালাচ্ছিল। সেখানে জীবিত কেউ আটকা পড়ে আছে কিনা দেখছিল তারা।
ঘটনাস্থলে থাকা দমকল ইউনিটের প্রধান চার্লস পাওলো জানিয়েছেন, এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।
বর্ষাকালে আইভরি কোস্টসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও ভবন নির্মাণের বিধিমালা না মানাই এর মূল কারণ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবিদজানে দুটি ভবন ধসের ঘটনায় ১৩ জন নিহত হয়েছিল। তখন ভবন নির্মাণ বিধিমালা মানতে বাধ্য করার পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির সরকার।