ধীর গতিতে বাখমুতের দিকে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী
ইউক্রেনীয় বাহিনী পূর্ব ও দক্ষিণ-পূর্ব এবং বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। তারা বলেছেন, শক্ত মনোবল নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে সেনারা।
ইউক্রেনের কমান্ডার-ইন-চীফ জেনারেল ভ্যালেরি জালুঝনি ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলিকে বলেছেন, তার বাহিনী ‘কৌশলগত কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
জালুঝনি টেলিগ্রামে লেখেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী তাদের আক্রমণাত্মক পদক্ষেপের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা অগ্রগতি করেছি।
ক্ষয়ক্ষতি পাশ কাটিয়ে শত্রুর শক্তিশালী প্রতিরোধ ভাঙতে আমরা প্রস্তুত।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সরকারকে কিছু শর্ত দিলেও, তা মানতে সাফ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধের ১৬ মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু এলাকা রুশ সেনারা দখলে নিলেও, আলোচিত বাখমুত শহর দখলে নিতে বেগ পেতে হয়েছে মস্কোকে। দীর্ঘ যুদ্ধের পর গত মাসে বাখমুতের দখল পায় রুশ সেনারা।
এদিকে দখল হওয়া অঞ্চল মুক্ত করার অভিযানে নেমেছে ইউক্রেনের সেনারা। রুশ সীমান্তবর্তী অঞ্চলে ইতোমধ্যে কয়েকটি হামলার খবর পাওয়া গেছে। দাবি করেছে, দক্ষিণ-পূর্ব এবং বাখমুতের পাশের গ্রামগুলোর ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে তারা।
সূত্র: আল জাজিরা