গ্রিস উপকূলে ডুবে যাওয়া অভিবাসনবাহী নৌকায় ছিল ৩৫০ পাকিস্তানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে গত সপ্তাহে ডুবে যাওয়া অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাটিতে অন্তত ৩৫০ জন পাকিস্তানি নাগরিক ছিল।
শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ একথা জানিয়েছেন। এ ঘটনায় মানব পাচারের জন্য দায়ীদের গ্রেপ্তার এবং বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দেশের পার্লামেন্টে তিনি বলেন, ৪০০ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন মাছ ধরা ওই নৌকাটি গত ১৪ জুন ডুবে যাওয়ার সময় সেটিতে ৭শ’রও বেশি মানুষ ছিল।
এ দুর্ঘটনার পর মোট ২৮১ টি পাকিস্তানি পরিবার সাহায্য চেয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করে।
আরও ১৯৩ টি পাকিস্তানি পরিবার নৌকাডুবিতে মারা যাওয়াদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করিয়েছে বলে জানান সানাউল্লাহ।
প্রায় ৭৫০ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী মাছ ধরা নৌকাটি গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ডুবে গিয়েছিল। নৌকায় পাকিস্তানি ছাড়াও মিশরীয় এবং সিরীয় নাগরিকরা ছিল।
পাকিস্তানে সম্প্রতি কয়েকমাসে অর্থনৈতিক দুর্দশার কারণে অনেক মানুষ ভাল ভবিষ্যতের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছে।
পাকিস্তান বলেছে, তারা কয়েকজন মানবপাচারকারী ও তাদের এজেন্টকে গ্রেপ্তার করেছে। এই পাচারকারী চক্রের নেতা লিবিয়ায় আছেন বলে কর্তৃপক্ষকে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা।