গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৯, নিখোঁজ কয়েকশ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
4 মিনিটে পড়ুন

গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৯, নিখোঁজ কয়েকশ

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি মাছ ধরা নৌকা ডুবে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক জনকে উদ্ধার করা হয়েছে।

কিন্তু গ্রিসের কর্মকর্তারা ও উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছেন, নৌকাটিতে থাকা আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে।

দেশটির সরকার এই ঘটনাকে গ্রিসের অন্যতম বৃহত্তম ‘শরণার্থী ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছে এবং তিন দিনের শোক ঘোষণা করেছে।

বিবিসি জানিয়েছে, নৌকাটি ডুবেছে গ্রিসের পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

- বিজ্ঞাপন -

গ্রিসের কোস্টগার্ড বলেছে,মঙ্গলবার দিনশেষে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখা যায় ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান থেকে। নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরা ছিল না এবং কোনও সাহায্য নিতেও অস্বীকৃতি জানিয়েছিল।

গ্রিসের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের সরবরাহ করা টাইমলাইন উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইআরটি জানিয়েছে, কর্তৃপক্ষ স্যাটেলাইট ফোনের মাধ্যমে বেশ কয়েকবার ওই নৌকাটির সঙ্গে যোগাযোগ করে সাহায্যের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেখান থেকে বারবার বলা হয়েছে: “আমরা ইতালিতে যাওয়া ছাড়া আর কিছুই চাই না।”

গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৯, নিখোঁজ কয়েকশ
রয়টার্সের একটি ভিডিও থেকে স্কিন শট নেয়া।

এর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে নৌকা থেকে কেউ একজন গ্রিসের কোস্টগার্ডকে জানায় যে তাদের জলযানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর কিছুক্ষণ পরই নৌকাটি উল্টে যায় আর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুরোপুরি ডুবে যায়।

এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়, কিন্তু জোরালো বাতাস পরিস্থিতি জটিল করে দেয়।

সাগরে সমস্যায় পড়া অভিবাসন প্রত্যাশীদের জন্য জরুরি হেল্পলাইন ‘অ্যালার্ম ফোন’ বলেছে, “কোনো সাহায্য পাঠানোর কয়েক ঘণ্টা আগে থেকেই গ্রিসের কোস্টগার্ড জানতো জলযানটি বিপদে আছে।”

- বিজ্ঞাপন -

তার আরও বলেছে, নৌকাটি যে সমস্যায় আছে তা ‘বিভিন্ন মাধ্যমেই’ কর্তৃপক্ষকে ‘জানানো হয়েছিল’।

সঙ্গে যোগ করেছে, হয়তো ওই লোকজন গ্রিসের কর্তৃপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কায় ছিল, কারণ দেশটির ‘ভয়ানক ও পদ্ধতিগত পুশব্যাক অনুশীলনের’ বিষয়টি তারা জানাতো।

ধারণা করা হচ্ছে, নৌকাটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল আর যাত্রীদের বেশিরভাগেরই বয়স ছিল ২০ এর কোঠায়।

- বিজ্ঞাপন -
গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৯, নিখোঁজ কয়েকশ
রয়টার্সের একটি ভিডিও থেকে স্কিন শট নেয়া।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা কয়েকদিন ধরে ভ্রমণ করছিল এবং মঙ্গলবার বিকালে মাল্টার একটি কার্গো জাহাজের সঙ্গে তাদের দেখা হয়েছিল যারা তাদের খাবার ও পানি সরবরাহ করেছিল।

বেঁচে যাওয়া লোকজন নৌকাটিতে ৫০০ থেকে ৭০০ আরোহী ছিল বলে জানিয়েছেন।

পাইলোসের আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ইয়ানিস কারভেইলিস নজিরবিহীন শোচনীয় ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে বলেছেন, “নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ছিল।”

কোস্টগার্ডের ক্যাপ্টেন নিকোলাস আলেক্সিও রাষ্ট্রায়ত্ত টেভিশনকে বলেছেন, তার সহকর্মীরা নৌকাটির ডেকে গাদাগাদি করা লোকজন দেখেছেন আর নৌকাটি যেখানে ডুবেছে তা ভূমধ্যসাগরের গভীরতম স্থানগুলোর মধ্যে অন্যতম।

নৌকাডুবির এ ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তারা কোন কোন দেশের নাগরিক তা এখনো প্রকাশ করা হয়নি।

গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৯, নিখোঁজ কয়েকশ
রয়টার্সের একটি ভিডিও থেকে স্কিন শট নেয়া।

উদ্ধার পাওয়া জীবিতদের কালামাতা শহরে নিয়ে রাখা হয়েছে। তাদের অনেককে হাইপোথারমিয়া ও অন্যান্য ছোটখাট জখমের জন্য হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইআরটি জানিয়েছে, মানব পাচারকারী সন্দেহে তিনজনকে আটক করে কালামাতার কেন্দ্রীয় বন্দর কর্তৃপক্ষের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রিসের প্রেসিডেন্ট কাতেরিনা সেকেলারোপুলু উদ্ধারপাওয়া কিছু অভিবাসন প্রত্যাশীকে দেখে গেছেন এবং যারা ডুবে গেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!