পাল্টা আক্রমণে দক্ষিণ ও পূর্বাঞ্চলে সাফল্য পাচ্ছে ইউক্রেন
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে দক্ষিণ ও পূর্বাঞ্চলে সাফল্য পাচ্ছে ইউক্রেন। রবিবার প্রথমে অসমর্থিত সামরিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছিল। পরে ইউক্রেনের সেনাবাহিনীও একটি গ্রাম পুনরুদ্ধারের দাবির কথা জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রবিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়া ও পূর্বাঞ্চলীয় ডনেস্ক থেকে রণক্ষেত্রের খবর খুব কম পাওয়া গেছে।
তবে রুশ সাংবাদিক ও প্রচারকদের মন্তব্যের সারাংশ ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
রাশিয়ার যুদ্ধপন্থি সামরিক ব্লগ দ্য রায়বার টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ডনেস্কতে ভেলিকা নভোসিল্কা শহরের দক্ষিণে দুটি গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইউক্রেনের বাহিনী।
এই চ্যানেলটি মস্কোর আক্রমণের নিয়মিত আপডেট প্রকাশ করে।
আরেকটি চ্যানেল ওয়ারগঞ্জো বলেছে, একই এলাকায় ইউক্রেনের সেনাবাহিনী নির্দিষ্ট কৌশলগত সাফল্য পেয়েছে।
এখান থেকে কয়েক মাইল দক্ষিণে উরোঝাইন গ্রামে লড়াই চলছে বলে রায়বার চ্যানেল উল্লেখ করেছে।
ইউক্রেনীয় পদাতিক বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভেলিকা নভোসিল্কা শহরের কয়েক কিলোমিটার দক্ষিণের একটি গ্রামে ইউক্রেনীয় পতাকা উত্তোলন করেছে ৬৮তম ব্রিগেডের সদস্যরা।
শনিবার আরও পশ্চিম দিকে ওরিখিভ অঞ্চলে রুশ অবস্থানে ইউক্রেনের কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
স্বতন্ত্রভাবে রণক্ষেত্রের এসব খবর যাচাই করতে পারেনি সিএনএন।
রবিবার যুদ্ধক্ষেত্রের হালনাগাদ তথ্যের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের সর্বশেষ প্রতিবেদনে শুধু উল্লেখ করা হয়েছে, রুশ সেনারা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে।
এর আগে বাখমুতের কাছের কয়েকটি ফ্রন্টলাইনে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি। শনিবার তিনি দাবি করেছেন, ‘২৪ ঘণ্টায় পূর্বের এই শহরটির কাছে ১ হাজার ৪০০ মিটার পর্যন্ত অগ্রসর হয়েছে আমাদের সেনারা।’