রাশিয়ার বেলগোরোদে আবারও গোলাবর্ষণ, নিহত ২
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদে আবারও হামলা হয়েছে। শুক্রবার স্থানীয় গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকভ বলেছেন, গোলাবর্ষণে দুই নারী নিহত হয়েছেন।
মাসলোভা প্রিস্টান গ্রামের কাছে একটি প্রাইভেটকারে ঘুরে বেড়ানোর সময় তারা শ্রাপনেলে আহত পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কাছের ব্রায়ানস্ক ও কুর্স্ক অঞ্চলের কর্মকর্তারাও জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গোলাবর্ষণ ও ড্রোন হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব হামলার বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি। রাশিয়ার অভ্যন্তরে আগের হামলাগুলোর ক্ষেত্রেও জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে কিয়েভ। তারা দাবি করে আসছে, রাশিয়ার সরকারবিরোধী গোষ্ঠীগুলো এসব হামলা চালাচ্ছে।
গভর্নর গ্লাডকভ বলছেন, গোলাবর্ষণে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
ক্রেমলিনবিরোধী একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, তারা নভায়া টাভোলজাঙ্কা গ্রামে সামরিক অভিযান পরিচালনা করছে। দ্য ফ্রিডম অব রাশিয়ান লিজন (এফআরএল) নামের গোষ্ঠীটি বলেছে, তাদের সদস্য মনে করে রাশিয়ার কামানের গোরায় দুই বেসামরিক নিহত হয়েছে।
বিবিসির পক্ষ থেকে কোনও পক্ষের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, দুটি শহরে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়েছে। কালুগা অঞ্চলেও বনের ভেতরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলোতে হামলা বেড়েছে। বৃহস্পতিবার বেলগোরোদে গোলাবর্ষণে আট ব্যক্তি আহত হয়েছেন।