বাখমুতের যুদ্ধে ওয়াগনারের ২০ হাজার সেনা নিহত হয়েছে

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বাখমুতের যুদ্ধে ওয়াগনারের ২০ হাজার সেনা নিহত হয়েছে

ইউক্রেইনের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রায় ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে এর প্রতিষ্ঠাতা জানিয়েছেন।

ইয়েভগেনি প্রিগোজিন জানিয়েছেন, ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ওয়াগনারের হয়ে লড়াই করার জন্য তিনি প্রায় ৫০ হাজার বন্দিকে নিয়োগ দিয়েছিলেন, তাদের প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে।

বাখমুতের যুদ্ধে ওয়াগনারের ২০ হাজার সেনা নিহত হয়েছে
বাখমুতে ইউক্রেনীয় ট্যাংক। ছবি: নিউ ইয়র্ক টাইমস

শহরটি নিয়ে লড়াইয়ে তার ভাড়া করা একই সংখ্যক সেনা নিহত হয়েছে বলে প্রিগোজিন বুধবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন।

রাশিয়ার রাজনৈতিক কৌশলবিদ কনসতান্তিন ডলগোভ সাক্ষাৎকারটি নিয়েছেন, খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

- বিজ্ঞাপন -

গত শনিবার ওয়াগনার ও রাশিয়ার সামরিক বাহিনী বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। সেই গত বছরের অগাস্ট থেকে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে যুদ্ধ চলছিল। দীর্ঘদিনের লড়াইয়ে শহরটির প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ জয়ের জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কিইভ বলেছে, শহরটির জন্য তাদের সেনারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

এর আগে টেলিগ্রামে পোস্ট করা এক অডিও রেকর্ডিংয়ে প্রিগোজিন বলেছিলেন, তার সেনারা বৃহস্পতিবার থেকে নগরীটি রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে।

বাখমুতের যুদ্ধে ওয়াগনারের ২০ হাজার সেনা নিহত হয়েছে
রুশ সেনাদের লক্ষ্য করে গোলা ছুড়ছেন ইউক্রেনীয় সেনারা। ছবি এপি

ওয়াগনার গ্রুপ ২৫ মে থেকে ১ জুনের মধ্যে বাখমুত ছেড়ে যাবে এবং হস্তান্তরের আগে নগরীর পশ্চিমে ওয়াগনার ‘প্রতিরক্ষা রেখা’ স্থাপন করেছে বলে জানিয়েছিলেন তিনি।

বাখমুতের লড়াইয়ে ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনারা এক হয়ে যুদ্ধ করেছে ইউক্রেইনের বাহিনীর বিরুদ্ধে আর ইউক্রেইন যেকোনো মূল্যে শহরটিকে রক্ষার চেষ্টা চালিয়ে এসেছে।

- বিজ্ঞাপন -
বাখমুতের যুদ্ধে ওয়াগনারের ২০ হাজার সেনা নিহত হয়েছে
রণাঙ্গনে ইউক্রেনীয় যোদ্ধারা। ছবি: রয়টার্স

পশ্চিমা কর্মকর্তাদের হিসাবমতে, এ নগরী দখলের লড়াইয়ে রাশিয়ার ২০ থেকে ৩০ হাজার সেনা হতাহত হয়েছে। ইউক্রেইনের পক্ষেও বহু সেনা নিহত হয়েছে।

পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার জন্য বাখমুত নগরীর কৌশলগত মূল্য কম হলেও এ নগরী দখল করতে পারলে তা হবে রাশিয়ার জন্য এ পর্যন্ত লড়ে আসা দীর্ঘ যুদ্ধের এক প্রতীকী জয়।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!