বেলগোরোদের হামলাকারীদের ইউক্রেনে পিছু হঠতে বাধ্য করা হয়েছে: মস্কো
রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদের হামলাকারীদের ইউক্রেনে পিছু হঠতে বাধ্য করেছে মস্কো, এমন দাবি করছে ক্রেমলিন। সোমবারের (২২ মে) সীমান্ত অতিক্রম করে এই হামলার জন্য কিয়াভকে দায়ী করেছে মস্কো।
মঙ্গলবার (২৩ মে) রয়টার্স এ খবর জানিয়েছে। তবে মস্কোর এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে নাশকতাকারী গোষ্ঠী পিছু হঠে আবার ইউক্রেনের ভূখণ্ডে ফিরে গেছে। নিয়মিত বুলেটিনে মন্ত্রণালয়টি বলছে, হামলাকারীদের মধ্যে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে।
হামলার পেছনে প্রকৃতপক্ষে কারা দায়ী তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া দাবি করছে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ‘নাশকতাকারী’ দল এ হামলা চালিয়েছে।
অপরদিকে ‘ক্রেমলিনবিরোধী মনোভাবসম্পন্ন’ দুটি রুশ আধা সামরিক বাহিনী বেলগোরোদ অঞ্চলে সশস্ত্র হামলা করেছে বলে দাবি করছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ।
ইউক্রেনীয় গোয়েন্দা মুখপাত্র অ্যান্ড্রি ইয়োসোভ বলেছেন, ‘ফ্রিডম অব রাশিয়া লিজিওন’ ও ‘রাশিয়ান ভলান্টিয়ার কর্পস’ নামক দুটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, দল দুটি হামলার দায় নিজেরাও স্বীকার করেছে। তবে এসব দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি।
এ ঘটনায় রুশ বংশোদ্ভূত ব্যক্তিদের জড়িত থাকার কথা উঠে আসছে। তবে এটিকে রুশ নাগরিকরা হামলা চালিয়েছে বলে প্রমাণিত হয় না বলে দাবি করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ইউক্রেনের ভেতরেই বহু রুশ বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন, তার মানে এই নয় যে তারা ইউক্রেনের সেনা হতে পারবে না।
রাশিয়ার এমন দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভ বলছে, হামলাকারীদের সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই। কিয়েভ আরও বলছে, হামলাকারীরা স্বাধীনভাবে কাজ করে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নেই তারা।
সম্প্রতি রাশিয়ার কয়েকটি জ্বালানি কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য মস্কো কিয়েভকে দায়ী করলেও বেশিরভাগেরই দায় অস্বীকার করেছে ইউক্রেন। তবে রুশ দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলো পুনরুদ্ধারে পাল্টা হামলার কথা দীর্ঘদিন ধরেই বলে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সূত্র: দ্য গার্ডিয়ান