পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এর মত সামাজিক বিজ্ঞানেও নতুন নতুন ধারণাকে নিয়ে চর্চা করা হয়ে থাকে বা নতুন নতুন ধারণার উদ্ভাবনও করা হয়ে থাকে।
সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সেই রকমই দুটি নতুন ধারণার উদ্ভাবন করেছেন এবং সে সম্পর্কে বিস্তারিত ভাবে দৈনিক সংবাদপত্রেও আলোচনা করেছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র এবং উলুবেড়িয়ার সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল এর সমাজতত্ত্ব বিষয়ের গেস্ট লেকচারার এবং তরুণ কবি ও লেখক জয়দেব বেরা।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, তার উদ্ভাবিত নতুন দুটি ভাবনা বা ধারণা হল – “সোশ্যাল ক্লিনিক” এবং “সামাজিক ডাক্তার বা সোশ্যাল ডক্টর” এর ধারণা।
এ বিষয়ে তিনি আরও বলেন, এই দুটি বিষয়কে সামাজিক বিজ্ঞানে বিশেষ করে সমাজতত্ত্ব, সমাজকর্ম এবং মনোবিদ্যার মতো বিষয়গুলিতে নব সংযোজন হিসেবে আলোচনা করা যেতে পারে। যদিও বিষয়গুলোকে নিয়ে আমি এখনও গবেষণা করে চলেছি।