সুদান থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হবে
সুদানে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের কূটনীতিক ও নাগরিকদের উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী এ তথ্য জানায়।
গত সপ্তাহে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হয়। চলমান এ সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান।
অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। সপ্তাহজুড়ে সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে সেনাবাহিনী সব ধরনের সুবিধা ও নিরাপত্তা দিতে সম্মত হয়েছে।
সুদান থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে আগে পরিকল্পনা হয়েছিল। তবে নিরাপত্তার আশঙ্কায় তা বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীনা নাগরিক ও কূটনীতিকদের রাজধানী খার্তুম থেকে সামরিক পরিবহন বিমানে করে সরিয়ে নেওয়া হবে।
সৌদি আরবও জানিয়েছে, তারা নিজেদের নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। সুদানের সেনাবাহিনী জানিয়েছে, সৌদি আরবের কূটনৈতিক মিশন আগেই সরিয়ে নেওয়া হয়েছে।
খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর এই সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিদেশি দূতাবাসগুলো তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারছে না।
দুই পক্ষই ঈদ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে তিন তিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হলেও এরই মধ্যে সংঘর্ষ চলছেই।