বাখমুতের পশ্চিমাংশে লড়ছে রুশ সেনারা, পাল্টা আক্রমণ নিয়ে উদ্বিগ্ন ওয়াগনার
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পশ্চিমাংশ, ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে থাকা শহরটির সর্বশেষ অঞ্চল দখলে লড়াই করছে রুশ সেনারা। শুক্রবার এক ব্রিফিংয়ে এই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই দিনে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বাখমুত দখল ও প্রতিরক্ষায় রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী কয়েক মাস ধরে লড়াই করছে। এই লড়াই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে শহরটিতে চলমান লড়াইয়ের বিস্তারিত জানায়নি।
ইউক্রেন বলেছে, রুশ বাহিনী বাখমুত দখলের জন্য তীব্র আক্রমণে কিছু অগ্রগতি অর্জন করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
টেলিগ্রামে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার লিখেছেন, সামরিক সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় বলেছেন, কিয়েভ একটি নতুন ইউনিট প্রস্তুত করছে। যেটিকে এখনও সম্মুখ সমরে পাঠানো হয়নি।
জেলেনস্কি এবং অন্যান্য কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে, ইউক্রেন রুশ সেনাদের বিরুদ্ধে একটি পাল্টা আক্রমণ শুরু করবে।
বাখমুত দখলে রুশ অভিযানে নেতৃত্বে দিচ্ছে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। শুক্রবার বাহিনীটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, এখন আমরা যাদের হত্যা করছি তারা ইউক্রেনে প্রশিক্ষিত ছিল কিন্তু যারা জার্মানি থেকে আসছে তারা কারিগরি দিক দিয়ে প্রশিক্ষিত হবে।
এই মন্তব্যে তিনি ইঙ্গিত করেছেন জার্মানি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আব্রামস ট্যাংক পরিচালনার প্রশিক্ষিত ইউক্রেনীয় যোদ্ধাদের। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, আগামী মাসে জার্মানিতে এই প্রশিক্ষণ শুরু হবে।
প্রিগোজিন বলেছেন, পশ্চিমারা ২৩০টি ট্যাংক এবং দেড় হাজার সাঁজোয়া যান ইউক্রেনকে সরবরাহ শুরু করেছে। শক্তিশালী প্রতিপক্ষ তৈরির জন্য এগুলো যথেষ্ট।
তার মতে, বৃষ্টি শেষে মাটি শক্ত হয়ে গেলে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করবে। তারা আক্রমণ করবে… তারা আসবে এবং আমাদের ছিন্নভিন্ন করার চেষ্টা করবে। আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে।