ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার

ফ্রান্সজুড়ে বিক্ষোভ উস্কে দেওয়া প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার বিল সাংবিধানিক পরিষদের সবুজ সংকেত পেয়েছে।

শুক্রবারেই বিলটি অনুমোদন করেছে সাংবিধানিক পরিষদ। এখন খুব শিগগিরই এতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করার পাশাপাশি তা কার্যকরও করা সম্ভব হবে। নতুন আইন এবছর সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে ঘোষণা করেছে ফ্রান্স সরকার।

ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পেনশন পাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করতে বদ্ধপরিকর ছিলেন। তার প্রস্তাব নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বামপন্থিরাসহ মাক্রোঁ-বিরোধীরা এর বিরুদ্ধে ভোট দিয়ে এ পরিকল্পনা বিফল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফলে সে পরিস্থিতি এড়াতে ম্যাক্রোঁ সিদ্ধান্ত নেন যে, সরকার বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ভোটাভুটি ছাড়াই বিল পাস করবে। পার্লামেন্টে এ সংক্রান্ত ঘোষণা আসার সময়ই বিরোধী শিবির থেকে সরকারের পদত্যাগের দাবি ওঠে।

- বিজ্ঞাপন -

ওদিকে, ট্রেড ইউনিয়নগুলোর বিক্ষোভও আরও জোরাল হতে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে বেধে যায় সংঘর্ষ। ফ্রান্সের অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়ায়।

অবসর নেওয়ার ন্যূনতম বয়স সরকার বাড়াতে চাওয়ার কারণেই মূলত ফ্রান্সে এই পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানুষ।

ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার
বিতর্কিত পেনশন সংস্কারের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ হয়েছিল। । ছবি এপি

এতদিন সব মিলিয়ে যেখানে সাড়ে ৪১ বছর কাজ করলেই অবসর নেওয়া যেত, সংস্কার পরিকল্পনা কার্যকর হলে সেখানে অন্তত ৪৩ বছর কাজ করলে প্রাপ্য পেনশনের পুরোটা পাওয়া যাবে। আর এর চেয়ে কম কাজ করলে কিছু তহবিল কাটা যাবে৷

ফ্রান্সে জনমত জরিপে দেখা গেছে, বেশিরভাগ মানুষই সংস্কার পরিকল্পনার বিরোধী এবং সরকার পার্লামেন্টে ভোটকে পাশ কাটিয়ে এই বিল পাসের যে সিদ্ধান্ত নেয় সেটিরও বিপক্ষে বেশিরভাগ মানুষ।

কিন্তু এই বিরোধিতার মুখেও ফ্রান্সের সাংবিধাকি পরিষদ বলেছে, সরকার যে পরিকল্পনা করেছে সেটি সংবিধানসম্মত। এর ভিত্তিতেই পরিষদ অবসরের বয়স বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।

- বিজ্ঞাপন -

একইসঙ্গে পেনশন সংস্কার প্রশ্নে গণভোট আয়োজনের জন্য বিরোধীরা যে প্রস্তাব দিয়েছিল তাও প্রত্যাখ্যান করেছে সাংবিধানিক পরিষদ।

ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার
প্যারিসের জাতীয় পরিষদের কাছে কনকর্ড স্কোয়ারে বিক্ষোভের সময় একজন বিক্ষোভকারী জ্বলন্ত আগুনে একটি কার্ডবোর্ড নিক্ষেপ করেছিল। ফাইল ছবি

এতে ফ্রান্সে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে চলমান এবং কখনও কখনও সহিংস রূপ নেওয়া বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার সরকার বড় ধরনের স্বস্তি পেল।

জনগণের অসন্তোষের মুখে পেনশন সংস্কার চালুর বিষয়টি ঘোষণা না করার ট্রেড ইউনিয়নগুলোর অনুরোধ উপেক্ষা করে লেবার মন্ত্রী অলিভিয়া বলেছেন, প্রাথমিক পরিকল্পনা মোতাবেক আইনটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

- বিজ্ঞাপন -

ফ্রান্সের সরকার বলছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধসে পড়ার হাত থেকে বাঁচাতে এ সংস্কার প্রয়োজন। রাজকোষে যাতে আরও অর্থ আসে সে ব্যবস্থা করেতেই প্রেসিডেন্ট মাক্রোঁ পেনশন পাওয়ার বয়স দু’বছর বাড়াতে চেয়েছেন।

france 2 ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার
বিক্ষোভের ফাইল ছবি। রয়টার্স

এ ব্যবস্থা না নিলে আর্থিক পরিস্থিতি এবং ঘাটতি সামলানো যাবে না বলেই ভাষ্য সরকারের। তবে সরকার যাই বলুক, সাংবিধানিক পরিষদের ঘোষণা আসার পরই আবার দানা বাঁধতে শুরু করেছে বিক্ষোভের কাল মেঘ।

প্যারিস সিটি হলের বাইরে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। তাদের হাতে ‘ক্লাইমেট অব অ্যাঙ্গার’ লেখা ব্যানার। কারও কারও হাতে ‘সংস্কার তুলে না নেওয়া হলে ধর্মঘট থামবে না’ লেখা ব্যানারও আছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!