ঢাকার নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২৮ ইউনিট

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

ঢাকার নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২৮ ইউনিট

বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ মার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে; যা নিয়ন্ত্রণে তিন ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা

শনিবার সকাল পৌনে ৬টায় ওই বিপণি বিতানের দ্বিতীয় তলায় লাগা আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য তলাতেও। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে; কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে।

ঢাকার নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি বাংলা ট্রিবিউন

সকাল পৌনে নয়টায় বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না তবে ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য বিপণি বিতান ও এলাকা।

আগুনের খবর পেয়ে যেসব দোকানি দ্রুত আসতে পেরেছেন তাদের মরিয়া হয়ে ঈদের আগে দোকানে তোলা কাপড় সরাতে দেখা গেছে।

- বিজ্ঞাপন -

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতেরও খবর মেলেনি।

তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আর ফায়ার সার্ভিসের পাশাপাশি সকালের দিক থেকে আগুন নেভাতে ও আশপাশের পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।

ঢাকার নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
মাথায় করে মালামাল অন্যত্র নিচ্ছেন ব্যবসায়ীরা। ছবি সংগৃহীত

চন্দ্রিমা মার্কেটের পাশেই তিন তলা নিউ সুপার মার্কেটে। প্রায় দু’ঘণ্টা পরও সেখানে আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিপণি বিতানের উপরের দিকে ধোয়া উড়তে দেখা গেছে।

সেখানকার দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু।

- বিজ্ঞাপন -

ঈদের আগে ঢাকার পোশাকের অন্যতম বড় বিপণি কেন্দ্র বঙ্গবাজারে আগুনের ঘটনার রেশের মধ্যেই নিউ সুপার মার্কেটে বড় ধরনের এ অগ্নিকাণ্ডের খবর এলো।

এগার দিন আগে এমনি এক সকালে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের টিন ও কাঠের তৈরি তিন তলা মার্কেট। লাগোয়া বিপণি বিতানগুলোও বাদ যায়নি ভয়বাহ সেই আগুন থেকে।

ঢাকার নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। ছবি সংগৃহীত

নিউ সুপার মার্কেটে পোশাকের দোকানই বেশি। ঈদের আগে সেগুলো বোঝাই ছিল নতুন পোশাকে।

- বিজ্ঞাপন -

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে বিজিবি সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।

বাহিনীর এক বার্তায় জানানো হয়েছে, সেখানে ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!