সিরিয়ায় ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা
আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সিরীয় ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ৬টি রকেট ছোড়ার জবাবে আর্টিলারি হামলা চালানো হয়েছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন ও আল জাজিরা।
গত কয়েকদিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যাকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিসংসতা দেখা যায়। এমন পরিস্থিতিতে সিরিয়া ও ইসরায়েলি সীমান্তে হামলার ঘটনা ঘটলো।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, রবিবার ভোরের দিকে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই রাউন্ড রকেট ছোড়া হয়। প্রথমে তিনটি রকেট ছিল, যার একটি গোলান মালভূমির খোলা জায়গায় আছড়ে পড়ে।
এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কথা জানায়নি কোনও পক্ষই। দ্বিতীয় দফায় রকেট ছোড়ার সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেনের সতর্ক সংকেত বেজে ওঠে।
রকেট হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কোনও গোষ্ঠী।
পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ ও ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। মুসল্লিদের ওপর চড়াও হতে দেখা গেছে ইসরায়েলি পুলিশকে। কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে তারা। জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের মধ্যে সিরীয় ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে।
এর আগে শুক্রবার ভোরে লেবানন ও গাজা উপত্যকাজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ. লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার পর, আক্রান্ত হয় লেবানন ও গাজা উপত্যকা। ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে দায়ী করে তেল আবিব।
এদিকে শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহেদ সেলিমের বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়।