বাখমুতে তীব্র হচ্ছে লড়াই, হতাহত বাড়ছে

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

বাখমুতে তীব্র হচ্ছে লড়াই, হতাহত বাড়ছে

রাশিয়াইউক্রেন উভয় দেশ রবিবার ডনেস্ক অঞ্চলের লড়াইয়ে ব্যাপক হতাহতের কথা জানিয়েছে। বেশ কয়েক মাস ধরে অঞ্চলটির ছোট শহর বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। পিছু না হটে ইউক্রেনও শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরোধ করে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা বলছে, প্রায় ধ্বংসস্তূপ ও বিরাণভূমিতে পরিণত হওয়া বাখমুত শহরের পশ্চিমাঞ্চল ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যুদ্ধের নিয়ন্ত্রণে রয়েছে পূর্বাঞ্চীয় অংশ। পূর্ব ও পশ্চিমকে আলাদা করা ছোট নদী বাখমুতকা এখন রণাক্ষনে পরিণত হয়েছে।

- বিজ্ঞাপন -

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত কয়েক দিনে রণক্ষেত্রে বাখমুত অংশে লড়াইয়ে রাশিয়া ১ হাজার ১০০ জনের বেশি সেনা হারিয়েছ।

বাখমুতে তীব্র হচ্ছে লড়াই, হতাহত বাড়ছে
ইউক্রেনের স্ব-চালিত হাউইটজার 2s1-এর ৮০ এয়ার অ্যাসল্ট ব্রিগেড বাখমুতের কাছে ফ্রন্টলাইনে রুশ বাহিনীর দিকে গুলি চালাচ্ছে। ছবি এপি

রবিবার রাতে দেওয়া ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, মাত্র এক সপ্তাহের কম সময়ে, ৬ মার্চ থেকে শুধু বাখমুত অংশে আমরা ১ হাজার ১০০ জনের বেশি শত্রু সেনাকে হত্যা করেছি। বাখমুতে রাশিয়াকে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

তিনি আরও বলেছেন, রাশিয়ার আরও ১ হাজার ৫০০ সেনা আহত হয়েছে। তারা আর লড়াইয়ে অংশ নিতে পারবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনেস্ক অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করছে রুশ সেনারা। ডনেস্ক ও কাছের লুহানস্ক অঞ্চল মিলে শিল্পাঞ্চল ডনবাস গঠিত।

রবিবার রুশ মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ২২০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তিনটি সাঁজোয়া যান, সাতটি সামরিক যান, এক ইনফ্যান্ট্রি লড়াইয়ের যান এবং একটি ডি-৩০ হাউইটজার এক দিনে ধ্বংস করা হয়েছে।

- বিজ্ঞাপন -

গত কয়েক মাস ধরে বাখমুতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে রাশিয়া ও ইউক্রেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি রয়টার্সের পক্ষ থেকে।

ইউক্রেন বারবার বলে আসছে, বাখমুতের প্রতিরক্ষা অব্যাহত থাকবে। শীর্ষ কমান্ডার বলেছেন, বাখমুতের লড়াই শিগগিরই কিয়েভের বৃহৎ পরিসরের পাল্টা হামলার জন্য প্রয়োজনীয় সময় পাইয়ে দেবে।

বাখমুতে তীব্র হচ্ছে লড়াই, হতাহত বাড়ছে
ইউক্রেনের দক্ষিণ বাখমুতে রুশ হামলার পর ধোঁয়া দেখায়। ছবি এপি

রবিবার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, বাখমুতে পরিস্থিতি খুব কঠিন। শত্রুরা তীব্র লড়াই করছে। আমরা যত শহরের প্রাণকেন্দ্রের দিকে এগোচ্ছি লড়াই তত তীব্র হচ্ছে।

- বিজ্ঞাপন -

মস্কো বলছে, বাখমুত দখলের ইউক্রেনীয় প্রতিরক্ষায় বড় ধরনের দুর্বলতা তৈরি হবে। এর মাধ্যমে তারা পুরো ডনবাস অঞ্চল দখলের দিকে এগিয়ে যেতে পারবে।

তবে বাখমুত ছাড়াও ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে লড়াই চলমান রয়েছে। এর মধ্যে ডনেস্ক অঞ্চলের অপর অংশও রয়েছে।

ডনেস্কতে রুশপন্থী কর্মকর্তাদের মতে, রবিবার ইউক্রেনীয় সেনারা চারবার গোলাবর্ষণ করেছে। এতে আবাসিক এলাকা ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স স্বতন্ত্রভাবে এই দাবি যাচাই করতে পারেনি। যুদ্ধে উভয় পক্ষ দাবি করে আসছে, তারা হামলায় বেসামরিকদের নিশানা করছে না।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর পর উভয় দেশের কয়েক হাজার বেসামরিক ও সেনা নিহত হয়েছে। ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ করেছে রাশিয়া। লাখো ইউক্রেনীয় দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কিয়েভ ও পশ্চিমারা রাশিয়ার আক্রমণকে উসকানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ বলে উল্লেখ করছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!