বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সম্পর্ক নিয়ে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন গত শনিবার এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন । যা ক্রিকেট পাড়া ছাপিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।
ক্রিকবাজকে পাপন জানিয়েছেন, সাকিব-তামিম সম্পর্কের তিক্ততা দেশের ক্রিকেটে প্রভাব ফেলবে কি না, সে নিয়ে চিন্তিত তিনি। রোববার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামিম। জানিয়েছেন, এসব প্রভাব ফেলবে না খেলার মাঠে।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে করা এক সংবাদ সম্মেলনে আজ তামিম বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন, তার কাছে পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’
বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর সাকিবের সঙ্গে কথা হয়েছে কি ন, জানতে চাইলে তামিম বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়নি। গতকাল (শনিবার) জানতে পেরেছি এটা সম্পর্কে। দেশকে প্রতিনিধিত্ব করার সময় আর কিছুই বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না। দল ও দেশকে শতভাগ দেয়াটাই মূল। সবকিছু স্বাভাবিক আছে।’