যুদ্ধ অবসানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছে চীন তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। জোটটির মহাসচিব বলেছেন, চীনের শান্তি আলোচনার আহ্বানের খুব একটা বিশ্বাসযোগ্যতা নেই। একই সঙ্গে ক্রেমলিনের যুদ্ধ প্রচেষ্টায় অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন তিনি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
এস্তোনিয়া সফরে থাকা ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের কাছে ইউক্রেন ইস্যুতে চীনের ১২ দফা প্রস্তাব সম্পর্কে জানাতে চাওয়া হয়েছিল। এতে বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আলোচনা শুরু জন্য শর্ত ও মঞ্চ তৈরি করার জন্য।
ন্যাটো মহাসচিব সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে অবৈধ আক্রমণের নিন্দা জানাতে সক্ষম হয়নি চীন। এছাড়া আক্রমণের মাত্র কয়েক দিন আগে রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারত্বের বিষয়ে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট চুক্তি স্বাক্ষর করেছেন। ফলে চীনের খুব একটা বিশ্বাসযোগ্যতা নেই।
ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ নিয়ে চীনের সমালোচনাকে আক্রমণ করে জেন্স স্টোলটেনবার্গ বলেন, আজকে সামরিক সহযোগিতা দেওয়ার অর্থ হলো আগামী দিন শান্তিপূর্ণ চুক্তি অর্জনের পথ।
রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে চীনকে সতর্ক করেছেন মহাসচিব। বলেছেন, এতে রাশিয়া অবৈধ আগ্রাসী যুদ্ধকে সমর্থন করা হবে, যা জাতিসংঘ চার্টারের লঙ্ঘন।
তিনি বলেন, আমরা চীনের গতিবিধি নিবিড় পর্যালোচনায় রেখেছি। আমরা ইঙ্গিত পাচ্ছি তারা হয়ত রাশিয়াকে মারণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে। এটি হবে খুব বড় একটি ভুল।
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে চীন জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং। মস্কো-কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে চীন। শান্তি পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব রাখা হয়েছে।