দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা অনুবিভাগ) মো. তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ইতোমধ্যে নিহত ও আহতদের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন-আবুল হোসেন ৪৫ ও তার ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। তাদের সবার বাড়ি ফেনী জেলার সদর ও দাগনভূইয়া উপজেলায়।
গুরুতর আহতরা হলেন-বাংলাদেশগামী যাত্রী আনিসুল হক মিলন (৩৮) ও নাহিদ আমমেদ (৩৫)। আনিসুলের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূইয়া এবং নাহিদের বাড়ি গোপালগঞ্জ।