ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের মুক্তি মিলছে না। গত ২০ জানুয়ারি থেকে কারাবন্দী আছেন তিনি।
আলভেজের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার নৈশ ক্লাবে সেই নারীর অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও আলভেজ সেই ঘটনার পর এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি তাকে জামিন না দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
আলভেজের আইনজীবী জামিনের আবেদন করে আদালতে বলেছেন, স্পেনের সঙ্গে তার পারিবারিক একটা সম্পর্ক আছে। সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার শঙ্কা থাকলে তার পাসপোর্ট রেখে ও একটি ইলেকট্রনিক ট্যাগ ব্যবহার করেও যেন আলভেজকে জামিন দেওয়া হয়। কিন্তু আদালত তাতেও সন্তুষ্ট হতে পারেনি।
আদালত বলেছে, তার পালিয়ে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। যেহেতু এই অপরাধে সে চরম মাত্রার শাস্তির মুখোমুখি। অপরাধের অকাট্য প্রমাণ ও তার অর্থনৈতিক অবস্থায় এমনটা হওয়া অসম্ভবও নয়। সে যে কোনো মুহূর্তেই স্পেন ছেড়ে যেতে পারে।