মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন আক্রমণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা ছিল ভুল। সোমবার অঘোষিত ইউক্রেন সফরে তিনি এই মন্তব্য করেছেন। প্রায় এক বছর আগে ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর এটিই বাইডেনের প্রথম কিয়েভ সফর।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, পুতিন মনে করছিলেন আমরা ঐক্যবদ্ধ থাকব না। তিনি ভরসা রাখছিলেন ন্যাটোকে ঐক্যবদ্ধ রাখতে আমরা ব্যর্থ হব, তিনি ভেবেছিলেন আমরা ইউক্রেনের পাশে থাকব না।
বাইডেন আরও বলেন, পুতিন ভেবেছিলেন তিনি আমাদের ছাড়িয়ে যেতে পারবেন। আমার মনে হয় না এখন তিনি এমন কিছু ভাবছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন একেবারে ভুল ছিলেন। এক বছর পর এর প্রমাণ এই কক্ষে রয়েছে। আমরা এখানে একসঙ্গে দাঁড়িয়ে আছি। পুতিনের দখল অভিযান ব্যর্থ হচ্ছে।
বাইডেন বলেছেন, এক বছর কিয়েভ, ইউক্রেন ও গণতন্ত্র অটল রয়েছে।
সূত্র: আল জাজিরা