ঝটিকা সফর শেষ করে ইউক্রেন ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে। স্থানীয় সময় সোমবার সকাল ৮ টার দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন। এর আগে, কিয়েভ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত থাকবে।
পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সফর আমাদের উত্সাহ জোগাবে। এই আলোচনা আমাদের বিজয়ের আরও কাছে নিয়ে গেছে।’
বাইডেনের আকস্মিক সফরকে ইউক্রেন-মার্কিন সম্পর্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলেও অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি প্রেসিডেন্ট বাইডেন এবং যুক্তরাষ্ট্রের এ আগ্রহ ইউক্রেনীয়রা মনে রাখবে। সহযোগীতার এই স্তরে পৌঁছানোর জন্য আমি বাইডেনকে ধন্যবাদ জানাই।’
জেলেনস্কি বলেন, ‘আরও উন্নত পশ্চিমা অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করেছি। দূরপাল্লার অস্ত্র এবং যেসব অস্ত্র এখনও সরবরাহ করা হয়নি সেসব নিয়েও কথা বলেছি।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর পদক্ষেপের নিন্দা জানিয়ে একের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পুতিন বাহিনীর বিরুদ্ধে লড়াতে কিয়েভকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে পশ্চিম। সূত্র: সিএনএন