ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতাদের বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের ইউক্রেনের জয় ছাড়া কোনও বিকল্প নেই। একই সঙ্গে শুক্রবার তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ভিডিও লিঙ্কে সম্মেলনে জেলেনস্কি বলেন, ইইউতে ইউক্রেন ছাড়া কোনও বিকল্প নেই। ন্যাটোতে ইউক্রেন ছাড়া কোনও বিকল্প নেই। আমাদের ঐক্যের কোনও বিকল্প নেই।
তিনি বলেছেন, জনগণ, ইউরোপ ও স্বাধীনতা দরকষাকষির বিষয় হতে পারে না।
সম্মেলনের নেতাদের জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন আগামী বছরগুলোতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে যুদ্ধের পরে যখন ইউক্রেন মুক্ত থাকবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশল নিয়ে নিজের পর্যালোচনা তুলে ধরেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেনেই থামবেন না পুতিন। যেভাবেই হোক পুতিন তার আক্রমণ চালিয়ে যাবেন।
নেতাদের প্রতি তাগাদা দিয়ে তিনি বলেছেন, দ্রুত সমঝোতায় পৌঁছাতে এবং ইউক্রেনকে সহযোগিতার সিদ্ধান্ত নিতে।
সম্মেলনে বিশ্বনেতাদের মধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বক্তব্য রাখবেন।