ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ‘বড় ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ‘রুশ সেনারা অন্তত ৩২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এরমধ্যে অন্তত ১৬টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত কিছু কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানে।’

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, রাশিয়া নতুন হামলায় ড্রোনও ব্যবহার করেছে।

আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ইউক্রেনের উত্তর ও পূর্ব দিকে (ক্ষেপণাস্ত্র) আঘাত হেনেছে। এছাড়া দিনিপ্রোপেত্রোভেস্ক এবং কিরোভোরাড অঞ্চলেও হামলা হয়েছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রুখে দিতে সমর্থ হয়েছে।’

- বিজ্ঞাপন -

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চল লভিভের স্থানীয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার লভিভে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে রুশ সেনারা।

লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাকসাম কোজেৎস্কি বলেছেন, ‘এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ তবে তিনি জানিয়েছেন, ওই অবকাঠামোয় আগুন লেগেছিল। সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

এদিকে রুশ সেনারা বর্তমানে তাদের কথিত অভিযান চালাচ্ছে ইউক্রেনের ডনবাস প্রদেশে। ডনবাসের লুহানস্ক ও দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সেসব জায়গায় পূর্ণশক্তি প্রয়োগ করে হামলা চালাচ্ছে তারা। বিশেষ করে দোনেৎস্কের বাখমুত শহরের দখল নিতে প্রাণপণ লড়াই করছে তারা। পশ্চিমা গোয়েন্দারা জানিয়েছেন, রুশ বাহিনী বাখমুতে ধীরে ধীরে সাফল্য পাচ্ছে।

ডনবাস এখন রাশিয়ার মূল লক্ষ্য হলেও কয়েকদিন পরপরই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেশটির সেনাবাহিনী।

সূত্র: সিএনএন

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!