তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯৯৯ সালে দেশটির ইস্তাম্বুলের ভূকম্পনে প্রাণহানিকে ছাড়িয়ে গেছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ১৯৯৯ সালে ইস্তাম্বুলে ৭.৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ১৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। শুক্রবার প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, এবারের ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪২ জনে।
সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩৭৭।
দুই দেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে।
ভৌগোলিক অবস্থানের কারণে বড় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে তুরস্ক। ১৯৩৯ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ককে ১৭৮ কোটি ডলার অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুই দেশে ত্রাণের জন্য আরও অর্থ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আগামী সপ্তাহে দাতাদের সম্মেলনের ঘোষণা দিয়েছেন।