তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলমান।
এই পরিস্থিতিতে দেশটিকে ত্রাণ ও অবকাঠামো পুনর্নির্মাণ খাতে ১,৭৮০ কোটি টাকা (১.৭৮ বিলিয়ন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, “আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি। দেশটির পুনরুদ্ধার ও পুনর্গঠনে অগ্রাধিকার জায়গাগুলো চিহ্নিত করে সেখানে চাহিদামাফিক সহায়তা কার্যক্রম চালানো হবে। কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে তাৎক্ষণিক ৭৮০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।
ওয়াশিংটনভিত্তিক উন্নয়ন ঋণদাতা ব্যাংকটি বলছে, “সহায়তা পৌর পর্যায়ে মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্যও ব্যবহার করা হবে।”
তুরস্কের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হাম্বারতো লোপেজ বলেছেন, “তুরস্ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর ত্রাণ ও পুনর্গঠন সহায়তা জরুরি।”
গত সোমবার ভোরে দেশ দুটিতে আঘাত হানে ৭.৮ মাত্রার ভূমিকম্প। তুরস্কে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা। ফলে তাদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।