বাংলাদেশে যশোরের বাঘারপাড়ার একটি বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই জন নিহত ও অন্তত ৩৬ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস (৩০) এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস (৫৫)।
শিক্ষাসফর শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কাশিয়ানি উপজেলার বরাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহত ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার তিনটি বাসে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষাসফরে আসেন। শিক্ষ সফর শেষে তারা যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে একটি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রাস্তার পাশ্ববর্তী খাদের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এ সময় বাসের অন্তত ৩৬ জন আহত হন।
তিনি বলেন, “ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত ২০ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।”
বিদ্যালয়টির শিক্ষক বিশ্বজিৎ পাল জানান, কাশিয়ানিতে প্রাথমিক চিকিৎসা নেওয়াদের পাঁচটি অ্যাম্বুলেন্সে করে আহতদের রাত সাড়ে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস মারা যান।
এদিকে, রাতে হাসাপাতালে একসঙ্গে অনেক রোগীর চাপে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজে বেগ পেতে হয়। খবর পেয়ে কর্তব্যরতরাসহ বাড়িতে থাকা চিকিৎসক ও সেবিকারা হাসপাতালে ছুটে আসেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান রাত ১১টার দিকে জানান, একসঙ্গে চিকিৎসা দিতে গিয়ে মোট কত জন আহত এসেছেন তার তালিকা করা সম্ভব হয়নি।